লিমেরিক
১
রোজ সকালে ভাবি বসে আজ মিথ্যে বলবো না
সোজা পথেই চলবো এবার বাঁকা পথে চলবো না
বধু এসে যেই শুধালো
'ফোনটা কে করেছিলো?'
সত্যি বলে নতুন প্রেম নিজের পায়ে দলবো না।
(পাঠকবন্ধুদের উদ্দেশ্যে--কবিকে খুঁজোনা তার কবিতায়
কবিতায় উঠে আসে চারিদিকে যা ঘটে যায়)
২
চিৎকার করে বললে বধু শয্যা নেওয়ার পরই
'ধুমপানটা ছাড়ো এবার, পায়ে তোমার পড়ি,
গন্ধ মোটেই সয় না আমার
ফুসফুসটাও যাচ্ছে তোমার'
'রাত বারোটায় ছাড়ি তো রোজ সকাল বেলায় ধরি।'
৩
'জয়েন্টের টাকা তুললে কেন?'বললে বধু রেগে
হীরের আংটি পেলাম না তো তিন মাস ধরে মেগে'
আসল কথা যায় না বলা
ঠাকুর ঘরে খাইনি কলা
'দিই নি তাকে দামী গিফ্ট, যাক না সখী ভেগে।'।
রোজ সকালে ভাবি বসে আজ মিথ্যে বলবো না
সোজা পথেই চলবো এবার বাঁকা পথে চলবো না
বধু এসে যেই শুধালো
'ফোনটা কে করেছিলো?'
সত্যি বলে নতুন প্রেম নিজের পায়ে দলবো না।
(পাঠকবন্ধুদের উদ্দেশ্যে--কবিকে খুঁজোনা তার কবিতায়
কবিতায় উঠে আসে চারিদিকে যা ঘটে যায়)
২
চিৎকার করে বললে বধু শয্যা নেওয়ার পরই
'ধুমপানটা ছাড়ো এবার, পায়ে তোমার পড়ি,
গন্ধ মোটেই সয় না আমার
ফুসফুসটাও যাচ্ছে তোমার'
'রাত বারোটায় ছাড়ি তো রোজ সকাল বেলায় ধরি।'
৩
'জয়েন্টের টাকা তুললে কেন?'বললে বধু রেগে
হীরের আংটি পেলাম না তো তিন মাস ধরে মেগে'
আসল কথা যায় না বলা
ঠাকুর ঘরে খাইনি কলা
'দিই নি তাকে দামী গিফ্ট, যাক না সখী ভেগে।'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ১১/১০/২০১৩
-
ফাল্গুনী আলম ১১/১০/২০১৩সব সত্যি ফাঁস! বধু জানে?!
( চমৎকার লাগলো ভাই ..... ) -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১১/১০/২০১৩সত্যিই চমৎকার। খুবই সত্য কথন। আসলে জীবন টাই এমন। ধন্যবাদ কবি। এতো সুন্দর একটি বাস্তব কবিতা উপহার দেওয়ার জন্য।
খুব মজার কবিতা হয়েছে...আর বিশেষ করে কবিকে খুঁজোনা তার কবিতায় । একদম সত্যি বলেছেন ।
শুভেচ্ছা রইল ।।
আমার ব্লগে আপনি প্রথম মন্তব্যকারী ।
এভাবে নতুনকে অনুপ্রেরণা দানে কৃতজ্ঞতা জানাই ।