বৈপরীত্য
একটু আড়াল
বাড়ায় নেশা
একটু পাওয়া
বাড়ায় আশা
না চাইতেই বৃষ্টি
কম লাগে মিষ্টি
বেশি বেশি ভাবনা
কমায় অনাসৃষ্টি
বে-আব্রু যৌবন
কমিয়ে দেয় আকর্ষণ
(যেন)তাঁবু ছাড়া অনুষ্ঠান
বিনা মূল্যে আমন্ত্রণ
শরীরের উদযাপন
সভ্যতা ছেড়ে বনগমন
পশ্চিমী কালচার
ভালগার ভালগার
দর্শ-কামের নাচ-গান
আদি যুগের পিছু টান
জননেতা শাসক হলে
জনগণের ব্যথা ভোলে
ক্ষমতার আস্ফালন
বাড়ায় গণ আন্দোলন।
বাড়ায় নেশা
একটু পাওয়া
বাড়ায় আশা
না চাইতেই বৃষ্টি
কম লাগে মিষ্টি
বেশি বেশি ভাবনা
কমায় অনাসৃষ্টি
বে-আব্রু যৌবন
কমিয়ে দেয় আকর্ষণ
(যেন)তাঁবু ছাড়া অনুষ্ঠান
বিনা মূল্যে আমন্ত্রণ
শরীরের উদযাপন
সভ্যতা ছেড়ে বনগমন
পশ্চিমী কালচার
ভালগার ভালগার
দর্শ-কামের নাচ-গান
আদি যুগের পিছু টান
জননেতা শাসক হলে
জনগণের ব্যথা ভোলে
ক্ষমতার আস্ফালন
বাড়ায় গণ আন্দোলন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৭/১০/২০১৩Congrats Sohid da, best of best hobaar jonyo onek suvechaa .
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩তাইতো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভালো থাকলে মন্দ থাকবে। খুব ভালো। কবিতা ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩অসম্ভব রকম ভালো লাগলো।
-
Înšigniã Āvî ০৭/১০/২০১৩ভালো লাগলো
-
রোদের ছায়া ০৭/১০/২০১৩বাস্তব সত্যের সহজ প্রকাশ । খুব ভালো।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৭/১০/২০১৩খুব ভাল লখেছেন সহিদ ভাই
-
אולי כולנו טועים ০৭/১০/২০১৩ভালো লাগলো।