সত্যের হবে জয়
বেশ করেছি ফুল তুলেছি
গেঁথেছি এক মালা
সুখ গুলোকে বার করেছি
দুঃখের ঘরে তালা;
ঘেন্না-ছুরির এক আঘাতে
ছেঁটেছি সব কাঁটা
ফুল বিছানো পথটি ধরে
দিয়েছি তাই হাঁটা;
তোমরা য্খন কেঁদেই মরো
ধরলো না কেউ হাত
নিজের জোরেই শত্রু য্ত
করছি কুপোকাত ।
মিয়াঁও মিয়াঁও বিড়াল-স্বভাব
সয় না আমার মোটে
মনের মাঝে যা আছে মোর
মুখে সেটাই ফোটে
হোক না রাজা কিংবা উজির
লাট সাহেবের বেটা
সেটাই আমি করবো শুধু
বলবে বিবেক যেটা।
শাক দিয়ে যে যায় না ঢাকা
গন্ধ পচা মাছ
ঠকতে হবেই ছুঁড়লে পাথর
তোমার ঘরেও কাঁচ।
স্রষ্টা ছাড়া কাউকে আমি
করি না কো ভয়
মিথ্যারা সব হেরেই য়াবে
সত্যের হবে জয়।
গেঁথেছি এক মালা
সুখ গুলোকে বার করেছি
দুঃখের ঘরে তালা;
ঘেন্না-ছুরির এক আঘাতে
ছেঁটেছি সব কাঁটা
ফুল বিছানো পথটি ধরে
দিয়েছি তাই হাঁটা;
তোমরা য্খন কেঁদেই মরো
ধরলো না কেউ হাত
নিজের জোরেই শত্রু য্ত
করছি কুপোকাত ।
মিয়াঁও মিয়াঁও বিড়াল-স্বভাব
সয় না আমার মোটে
মনের মাঝে যা আছে মোর
মুখে সেটাই ফোটে
হোক না রাজা কিংবা উজির
লাট সাহেবের বেটা
সেটাই আমি করবো শুধু
বলবে বিবেক যেটা।
শাক দিয়ে যে যায় না ঢাকা
গন্ধ পচা মাছ
ঠকতে হবেই ছুঁড়লে পাথর
তোমার ঘরেও কাঁচ।
স্রষ্টা ছাড়া কাউকে আমি
করি না কো ভয়
মিথ্যারা সব হেরেই য়াবে
সত্যের হবে জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩অনবদ্য সহিদ ভাই
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩অসম্ভব রকম ভালো লাগলো।সত্যিই চমৎকার।
-
ইসমাইল জসীম ০৫/১০/২০১৩ভালো লেগেছে সহিদুল।
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩সত্যমেব জয়তে
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩ঠিক সত্যের জয় অবশ্যম্ভাবী। খুব জোরালো কবিতা ভালো লেগেছে