শূন্য সে ফাইল আজ
একটি দুটি করে জীবনের ফাইলে
ভরেছি কত কিছুই মনের খেয়ালে
পিতার দেখানো পথ জননীর ভাষা
জমেছে ফাইলে মোর জেগেছে আশা
পাশের কাগুজে শংসা ভরেছি যতনে
সেজেছে ফাইল মোর কত যে রতনে
সারাদিন ও সারারাত চলেছি ঘেঁটে
এভাবেই পেয়েছি তাকে প্রকৃতির নেটে
ভরেছে জীবন মোর হাসি আর গানে
বুঝেছি তখন আমি জীবনের মানে
প্রেমের আকাশে মোর উড়েছে টিয়া
ছন্দে ছন্দে নেচেছে প্রাণ,ভরেছে হিয়া।
পিতামাতা চলে গেছে অজানা সে দেশে
আসেনি জীবনে কেঊ বন্ধুর বেশে
চাকরি জোটেনি মোর শত সাধনায়
শংসাপত্র লাগে বিস্বাদ রসনায়;
দূরের আকাশে আজ উড়ে গেছে টিয়া
শূন্য এ বুকেতে আজ কাঁদে মোর হিয়া।
একে একে মুছে গেল জীবনের ভুলে
শূন্য সে ফাইল আজ দেখেছি খুলে।
ভরেছি কত কিছুই মনের খেয়ালে
পিতার দেখানো পথ জননীর ভাষা
জমেছে ফাইলে মোর জেগেছে আশা
পাশের কাগুজে শংসা ভরেছি যতনে
সেজেছে ফাইল মোর কত যে রতনে
সারাদিন ও সারারাত চলেছি ঘেঁটে
এভাবেই পেয়েছি তাকে প্রকৃতির নেটে
ভরেছে জীবন মোর হাসি আর গানে
বুঝেছি তখন আমি জীবনের মানে
প্রেমের আকাশে মোর উড়েছে টিয়া
ছন্দে ছন্দে নেচেছে প্রাণ,ভরেছে হিয়া।
পিতামাতা চলে গেছে অজানা সে দেশে
আসেনি জীবনে কেঊ বন্ধুর বেশে
চাকরি জোটেনি মোর শত সাধনায়
শংসাপত্র লাগে বিস্বাদ রসনায়;
দূরের আকাশে আজ উড়ে গেছে টিয়া
শূন্য এ বুকেতে আজ কাঁদে মোর হিয়া।
একে একে মুছে গেল জীবনের ভুলে
শূন্য সে ফাইল আজ দেখেছি খুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩--অন্যমাত্রার অন্য রকম ভালোলাগা
-
বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩জীবন চারিতা ।
ভীষণ ভালো । -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩আবার পূর্ণ হোকা এ কামনা করি
খুব ভালো লেগেছে কবিতাটা পড়ি -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৩ভালোলাগলো।
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩খুব ভাল
-
সুবীর কাস্মীর পেরেরা ০২/১০/২০১৩খুব ভাল লেগেছে শহিদ ভাই