আয় ফিরে পাখি মোর
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
প্রেম নিয়ে এসেছিল যে
বিদায় দিয়েছি তাকে আমি নিজে
যে যায় সে ফিরে তো আসে না
ভাল আর বাসে না
কপালটাই যে মন্দ।
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
ডেকেছি যারে আমি দু হাত বাড়ায়ে
চলে গেছে সে প্রেমের ফুল দু পায়ে মাড়ায়ে
যে ফুল শুকায়ে যায়
সজীব হয় না হায়
ফুলটাই হারালো যে গন্ধ
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
আজ পাখি উড়ে গেছে অন্য আকাশে
শূন্য আকাশ মোর পূর্ণ বাতাসে
আয় ফিরে পাখি মোর শূন্য খ্যঁচায়
ভুলে গিয়ে সব দ্বিধা দ্বন্দ।
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
প্রেম নিয়ে এসেছিল যে
বিদায় দিয়েছি তাকে আমি নিজে
যে যায় সে ফিরে তো আসে না
ভাল আর বাসে না
কপালটাই যে মন্দ।
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
ডেকেছি যারে আমি দু হাত বাড়ায়ে
চলে গেছে সে প্রেমের ফুল দু পায়ে মাড়ায়ে
যে ফুল শুকায়ে যায়
সজীব হয় না হায়
ফুলটাই হারালো যে গন্ধ
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
আজ পাখি উড়ে গেছে অন্য আকাশে
শূন্য আকাশ মোর পূর্ণ বাতাসে
আয় ফিরে পাখি মোর শূন্য খ্যঁচায়
ভুলে গিয়ে সব দ্বিধা দ্বন্দ।
কি আনন্দ কি আনন্দ
প্রেম অপ্রেমের ছন্দ লাগে না মন্দ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০১/১০/২০১৩সুন্দর কাব্য
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/১০/২০১৩আসবে ফিরে সুখের পাখি
এমন স্বপ্ন রোজই দেখি
নিশ্চয় পাখি আবার ফিরে আসবে
নতুন করে আমায় ভালোবাসবে
কবিতা খুব সুন্দর ছন্দবদ্ধ হয়েছে -
বিশ্বজিৎ বণিক ০১/১০/২০১৩শূন্য খ্যচায় বলতে কি খাঁচায় বুঝিয়েছেন ?
ভালো লেগেছে । -
Înšigniã Āvî ০১/১০/২০১৩খুব ভাল ছন্দ.......