অফুরান প্রেম
বিধাতা কেন যে দিল হৃদয়ে মম
অফুরান প্রেম যেন সাগর-সম
ব্যথার অনলে পুড়ি সারা দিবা-নিশি
তবুও কমেনা প্রেম বেড়ে যায় বেশি।
একি ধাঁধা বলোনাগো একি জ্বালা হায়
মরণেতে পাপ জানি,বেঁচে থাকাও দায়।
কাছে এসে দূরে যাও একি তব খেলা
হৃদয় হরণ করি' করো কেন হেলা
আমি যে তোমারই শুধু আর কারও নই
তোমারই প্রেমের তরে আজও বেঁচে রই।
অফুরান প্রেম যেন সাগর-সম
ব্যথার অনলে পুড়ি সারা দিবা-নিশি
তবুও কমেনা প্রেম বেড়ে যায় বেশি।
একি ধাঁধা বলোনাগো একি জ্বালা হায়
মরণেতে পাপ জানি,বেঁচে থাকাও দায়।
কাছে এসে দূরে যাও একি তব খেলা
হৃদয় হরণ করি' করো কেন হেলা
আমি যে তোমারই শুধু আর কারও নই
তোমারই প্রেমের তরে আজও বেঁচে রই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০১/১০/২০১৩বেশ রোমঞ্চময়
-
রোদের ছায়া ০১/১০/২০১৩বাহ বাহ । কবিতা তো না যেন প্রেম পত্র । খুব ভালো লিখেছেন ।
-
אולי כולנו טועים ০১/১০/২০১৩khubi sundor kobita.
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩অনন্য.......