নিঃসঙ্গ জীবন
একেবারে একা আমি এই জীবনের আঙিনায়
সঙ্গিনী-বিনে হৃদয় বিদারে সময় বহিয়া যায়
কানা-কড়ি নেই পকেটে আমার লক্ষ্মী-ভাঁড়ার শূন্য
কোন আশা নেই যা দিয়ে আজ হৃদয় করিব পূর্ণ
নেই যে কোথাও যাওয়ার আমার থাকারও নেই ধাম
করারও যে নেই গো কিছু নেই যে কোন কাম
শান্তি আমার মরণাপন্ন গভীর নীরবতায়
ভাগ্য-দেবতার নিষ্ঠুরতম লোহা-হাতুড়ির ঘায়
একেবারে একা আমি এই জীবনের আঙিনায়
নেই যে কোন সঙ্গী আমার জীবন-উষ্ণতায়।।
সঙ্গিনী-বিনে হৃদয় বিদারে সময় বহিয়া যায়
কানা-কড়ি নেই পকেটে আমার লক্ষ্মী-ভাঁড়ার শূন্য
কোন আশা নেই যা দিয়ে আজ হৃদয় করিব পূর্ণ
নেই যে কোথাও যাওয়ার আমার থাকারও নেই ধাম
করারও যে নেই গো কিছু নেই যে কোন কাম
শান্তি আমার মরণাপন্ন গভীর নীরবতায়
ভাগ্য-দেবতার নিষ্ঠুরতম লোহা-হাতুড়ির ঘায়
একেবারে একা আমি এই জীবনের আঙিনায়
নেই যে কোন সঙ্গী আমার জীবন-উষ্ণতায়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩করুনতার ছোঁয়া মনে গেথে যায়
-
আহমেদ রব্বানী ২৯/০৯/২০১৩সুন্দর হয়েছে প্রিয় হক ভাই।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩নিসঙ্গ জীবন এখন বোঝার মতো লাগে
সঙ্গীও যে খুঁজতে হয় বুঝিনিতো আগে
খুব মর্মস্পর্শী কবিতা ভালো -
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩--বেশ ভালো লাগলো--