রোজনামচা
লিমেরিক
১
দাদার হুকুম যেতে হবে ধর্মতলার মিছিলে
আজকে তুমি ক্যাডার শুধু, ভুলতে হবে কী ছিলে
নই তো বসের ঘর জামাই
চাকরি যাবে করলে কামাই
শুকনো গলায় আর্জি জানাই কোন মতে ঢোক গিলে।
২
বেশ কিছুদিন বধুর দিকে হয়নি চাওয়া মুখ তুলে
সব ভুলে আজ করবো আলাপ বধুর সাথে মন খুলে
চাঁদ উঠেছে পুব আকাশে
বললে বধু মিষ্টি হেসে
আজ হয়েছে পর্ব শুরু, আজকে ওসব যাও ভুলে।
৩
জামায় ও সব কিসের দাগ? বললে বধু ভীষণ রেগে
শুনলো না সে কোন কথাই, 'চরিত্রহীন' দিল দেগে
অফিস থেকে ক্লান্ত ফিরে
সেবার বদলে এসব কীরে
উপোস থেকে চললো শুধুই বাকযুদ্ধ রাত জেগে।
১
দাদার হুকুম যেতে হবে ধর্মতলার মিছিলে
আজকে তুমি ক্যাডার শুধু, ভুলতে হবে কী ছিলে
নই তো বসের ঘর জামাই
চাকরি যাবে করলে কামাই
শুকনো গলায় আর্জি জানাই কোন মতে ঢোক গিলে।
২
বেশ কিছুদিন বধুর দিকে হয়নি চাওয়া মুখ তুলে
সব ভুলে আজ করবো আলাপ বধুর সাথে মন খুলে
চাঁদ উঠেছে পুব আকাশে
বললে বধু মিষ্টি হেসে
আজ হয়েছে পর্ব শুরু, আজকে ওসব যাও ভুলে।
৩
জামায় ও সব কিসের দাগ? বললে বধু ভীষণ রেগে
শুনলো না সে কোন কথাই, 'চরিত্রহীন' দিল দেগে
অফিস থেকে ক্লান্ত ফিরে
সেবার বদলে এসব কীরে
উপোস থেকে চললো শুধুই বাকযুদ্ধ রাত জেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাইল জসীম ২৮/০৯/২০১৩সহিদ আপনার প্রথম লিমেরিক টা ভালোই হলো।
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩বেশ মজার কাব্য
-
সহিদুল হক ২৮/০৯/২০১৩অনেক ধন্যবাদ।
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩ব্যাপক.........
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩সহিদুল আপনার লিমেরিক মন ছুয়ে যাবার মত। এমন আরো লিখতে থাকুন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩বাকযুদ্ধ বন্ধ করার অমোঘ অস্ত্র একটাই
প্রতিবেশীর প্রশংসাতে পৌঁছলো গিয়ে শেষটায়
খুব ভালো বাস্তব চিত্র সম্বলিত কবিতা