তোমাকে খুঁজি
তোমার নীরবতায় তোমাকে খুঁজি
তোমার মুখরতায় তোমাকে খুঁজি
তোমার মরাল-চাহনে তোমাকে খুঁজি
তোমার গজগমনে তোমাকে খুঁজি
তোমার আয়ত নয়নে তোমাকে খুঁজি
তোমার প্রতিমা-বদনে তোমাকে খুঁজি
তোমার স্ফীত অধরে তোমাকে খুঁজি
তোমার তটিনী কায়ায় তোমাকে খুঁজি
তোমার সহনশীলতায় তোমাকে খুঁজি
তোমার দহন-শরীরে তোমাকে খুঁজি
তোমার কলহাসিতে তোমাকে খুঁজি
তোমার নীরব কান্নায় তোমাকে খুঁজি
(কিন্তু)তোমার কবিতায় তোমাকে খুঁজতে গিয়ে
হয়েছি প্রতারিত বার বার
তোমার মুখরতায় তোমাকে খুঁজি
তোমার মরাল-চাহনে তোমাকে খুঁজি
তোমার গজগমনে তোমাকে খুঁজি
তোমার আয়ত নয়নে তোমাকে খুঁজি
তোমার প্রতিমা-বদনে তোমাকে খুঁজি
তোমার স্ফীত অধরে তোমাকে খুঁজি
তোমার তটিনী কায়ায় তোমাকে খুঁজি
তোমার সহনশীলতায় তোমাকে খুঁজি
তোমার দহন-শরীরে তোমাকে খুঁজি
তোমার কলহাসিতে তোমাকে খুঁজি
তোমার নীরব কান্নায় তোমাকে খুঁজি
(কিন্তু)তোমার কবিতায় তোমাকে খুঁজতে গিয়ে
হয়েছি প্রতারিত বার বার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টিটু আচার্য্য ২৫/০৯/২০১৩Awesome!!!
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩কবি নাই কবিতায় চিন্তার কথা
না জানি কেমন করে হলো কবি তা-
খুব নান্দনিক আঘাত, ভালো হয়েছে -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৫/০৯/২০১৩ভালো লাগলো ভাইয়া ।
-
আর. এইচ. মামুন ২৫/০৯/২০১৩তোমার কবিতায় তোমাকে খুঁজতে গিয়ে প্রতারিত হয়েছে বারবার
কেন প্রিয়? -
אולי כולנו טועים ২৫/০৯/২০১৩khubi sundor...!!
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩---অন্য মাত্রার আবেগ তাড়িত--
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩দারুন....
এই লেখা পড়ে আবারো মনে পড়ল..... "তুমি না থাকলে পৃথিবীটা এত সুন্দর...." গানের লাইনগুলো । -
ভূপতি চক্রবর্তী জনি ২৫/০৯/২০১৩সুন্দর লিখেছেন