প্রেমের প্রকাশ
হৃদয় মাঝারে ছিল পুঞ্জিভূত প্রেম
যেন এক নিঃসঙ্গ মেঘ মুক্ত গগনে
মেঘ-গর্জন-সুখে ধ্বনিত না হলেম
খুশির তড়িদালোক জাগিল না মনে
স্বধন হলেও উপকার না পেলেম
চাবিবিহীন তালায় আবদ্ধ সে ধনে
হৃদয়ের সে প্রেম যেন খনিস্থ হেম
হয়নি তাহাতে সুখের রত্ন সে ক্ষ্ণে।
কিন্তু আজি নিঃসঙ্গতা ঘুচিয়াছে মোর
উদিয়াছে সুখ-শশী হৃদয় আকাশে
কাটিয়াছে অন্ধকার আসিয়াছে ভোর
মাতিয়াছে পুষ্প-গন্ধ আকাশে বাতাসে
যেন বসন্ত ভাঙিল হেমন্তের দোর
খুশিতে ভরিল মন প্রেমের প্রকাশে।
যেন এক নিঃসঙ্গ মেঘ মুক্ত গগনে
মেঘ-গর্জন-সুখে ধ্বনিত না হলেম
খুশির তড়িদালোক জাগিল না মনে
স্বধন হলেও উপকার না পেলেম
চাবিবিহীন তালায় আবদ্ধ সে ধনে
হৃদয়ের সে প্রেম যেন খনিস্থ হেম
হয়নি তাহাতে সুখের রত্ন সে ক্ষ্ণে।
কিন্তু আজি নিঃসঙ্গতা ঘুচিয়াছে মোর
উদিয়াছে সুখ-শশী হৃদয় আকাশে
কাটিয়াছে অন্ধকার আসিয়াছে ভোর
মাতিয়াছে পুষ্প-গন্ধ আকাশে বাতাসে
যেন বসন্ত ভাঙিল হেমন্তের দোর
খুশিতে ভরিল মন প্রেমের প্রকাশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২২/০৯/২০১৩দারুণ সহিদ ভাই
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩শব্দের ব্যবহার আছে।ভালো।তবে .......
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দুর্দান্ত বর্ণনা মন কেড়ে নিল
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩খুশিতে ভরিল মন প্রেমের প্রকাশে-আপনার আনন্দে আমিও আনন্দিত