ফুলের দেখা পাইনি বলে
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।
ফুলের সুবাস নেই প্রয়োজন
কাঁটার ছোঁয়ায় ভরে এ মন
দুঃখ আমার সঙ্গী বলেই তারই কাছে এসেছি
সাগর দূরের দেশে বলে নদীর জলেই ভেসেছি
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি।
পাতালপুরীর রাজকন্যে
থাক সে রাজার ছেলের জন্যে
আমার আছে পুতুল কন্যে তারই কাছে এসেছি
সুখের পরশ পাইনি বলেই ব্যথার মাঝেই হেসেছি
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।
ফুলের সুবাস নেই প্রয়োজন
কাঁটার ছোঁয়ায় ভরে এ মন
দুঃখ আমার সঙ্গী বলেই তারই কাছে এসেছি
সাগর দূরের দেশে বলে নদীর জলেই ভেসেছি
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি।
পাতালপুরীর রাজকন্যে
থাক সে রাজার ছেলের জন্যে
আমার আছে পুতুল কন্যে তারই কাছে এসেছি
সুখের পরশ পাইনি বলেই ব্যথার মাঝেই হেসেছি
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩অসাধারন কবিতা। সুর দিলেই চমৎকার গান হয়ে যাবে। খুব ভাল লেগেছে ।
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩দারুন কিছুদিন আগে সোনা একটা গানের লাইন .. "every rose has its thorn" ভীষণভাবে মনে পড়ে গেল ।
-
ওয়াহিদ ২০/০৯/২০১৩দাদা ,
কবিতার প্রথম দুলাইন অসম্ভব ভাল লেগেছে ।
শুভকামনা ! -
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩সহিদ ভাই দারুণ