www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের ব্যথা

আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে
বুকের মাঝে গুরু গুরু ব্যথার পালা হল শুরু
জীবন-পথে একা ভ্রমি বিদায় কালে কেন তুমি
স্মৃতির গরল গেলে রেখে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।

জানি না কাটবে কবে এ ঘোর অমানিশা
চেনা পথ হারিয়ে পাবো কি নতুন দিশা ?
দিলে না কোন কথা দিয়ে গেলে শুধু ব্যথা
নয়নের আড়ালে থেকে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।

জানি না থামবে কবে এ ঝড় বুকের মাঝে
তোমার সে নিঠুর কথা আজও এ প্রাণে বাজে
জীবনের দীপ যবে নিভু নিভু হবে
একবার যেও দেখে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালমান মাহফুজ ১৯/০৯/২০১৩
    প্রকৃতি-চিত্রণ দারুণ হয়েছে বলতেই হবে । সামনে এমন চমৎকার লেখা আশা করি আরো উপহার দিবেন ।
  • Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
    অসাধারণ বর্ণনা........
    সূর্য ঢেকে যায় ক্ষণিকের জন্য,
    আবার সূর্য উঠবে যেন নিশ্চই
  • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
    কবিতা মুটামুটি ভাল লাগল তবে এই শব্দের মাহাত্য বুঝতে ব্যর্থ : গুরু গুরু ব্যাথা
    অন্যথায় কবিতার সারমর্মটা ভালো ,বিরহের কবিতা বলে মনে হল :)

    শুভকামনা ।
    • সহিদুল হক ১৯/০৯/২০১৩
      দুটি মেঘে ধাক্কা লাগলে গুরু গুরু শব্দ ওঠে,আমার মনে হয় তারা যেন আঘাতের ব্যথা এভাবে প্রকাশ করে।কবিতাটি পড়া ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।ভালো থাকবেন।
      • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
        দুঃখিত ভাইয়া ,
        বুঝেছি এখন .......সেইটা মনেই ছিল না ....

        ধন্যবাদ ।
 
Quantcast