আকাশের পাখি যাক না উড়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষতি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
নদীর জলে তৃষ্ণা মেটাই প্রাণ ভরে
চাতক মরুক বৃষ্টি চেয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষতি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
সব হারিয়ে সবই পেলাম
মুকুট ছেড়ে রাজা হলাম
মনের হরিণ ফাঁদে আমার
সোনার হরিণ যাক পালিয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষ্তি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
সুখের বাঁধন খুলে নিলাম
লোভের পায়ে শিকল দিলাম
ধন্য হল এ মন আমার
দু:খ নামের গোলাপ পেয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষ্তি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
নদীর জলে তৃষ্ণা মেটাই প্রাণ ভরে
চাতক মরুক বৃষ্টি চেয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষতি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
সব হারিয়ে সবই পেলাম
মুকুট ছেড়ে রাজা হলাম
মনের হরিণ ফাঁদে আমার
সোনার হরিণ যাক পালিয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষ্তি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
সুখের বাঁধন খুলে নিলাম
লোভের পায়ে শিকল দিলাম
ধন্য হল এ মন আমার
দু:খ নামের গোলাপ পেয়ে
আকাশের পাখি যাক না উড়ে ক্ষ্তি কি
হাতের তোতা ভরাক না মন গান গেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--দারুণ প্রচেষ্টা--ভালো লাগলো--
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/০৯/২০১৩ভালো হয়েছে।ভাই।
-
মৌসুমি ১৮/০৯/২০১৩ভাল লাগল
-
রোদের ছায়া ১৮/০৯/২০১৩বেশ সুন্দর বিষয় নির্বাচন । ভালো লাগলো।