ধন্যবাদ তারুণ্য
আজ তুমি যাদের আলোয় এনেছো
ওহে নবারুণ তারুণ্য
হয়তো একদিন তারাই হবে
সাহিত্য-জগতে বরেণ্য
তোমাকে তাই অন্তর থেকে
জানাই হাজারো সেলাম
অপসংস্কৃতির এই ডামাডোলে
সুস্থতা খুঁজে পেলাম
"এসো এসো নতুন লেখক
ভরে দাও তারুণ্যের পাতা
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো
মেলে ধরো রচনার খাতা।"
খোলা হাওয়ার নোংরা-গুলো
জীবন থেকে হয়ে যাক বাদ
ওহে 'তারুণ্য' এগিয়ে চলো
তোমাকে ধন্যবাদ।
ওহে নবারুণ তারুণ্য
হয়তো একদিন তারাই হবে
সাহিত্য-জগতে বরেণ্য
তোমাকে তাই অন্তর থেকে
জানাই হাজারো সেলাম
অপসংস্কৃতির এই ডামাডোলে
সুস্থতা খুঁজে পেলাম
"এসো এসো নতুন লেখক
ভরে দাও তারুণ্যের পাতা
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো
মেলে ধরো রচনার খাতা।"
খোলা হাওয়ার নোংরা-গুলো
জীবন থেকে হয়ে যাক বাদ
ওহে 'তারুণ্য' এগিয়ে চলো
তোমাকে ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১১/০২/২০১৫তারুণ্যকে নিয়ে তারুণ্যদীপ্ত লেখা...। বেশ ভালো লাগলো। কিন্তু আপনাকে মিস করছি...
-
ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩--তারুণ্যকে নিয়ে কবিতা, অনেককে উৎসাহিত করবে। ভালো উদ্যোগ---
-
পল্লব ১৭/০৯/২০১৩সুন্দর লিখেছেন কবিতাটি! তারুণ্যের উদ্দমে চলুন সবাই সামনের দিকে এগিয়ে চলি...