সহিদুল হক
সহিদুল হক-এর ব্লগ
-
শুনশান চারিদিক, হে বৃক্ষ নিজের দিকে তাকাও,
গোধূলির আকাশ আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে তোমায়,
হয়ে আছো একাকার,,,
তবু কেন দুলে ওঠে ভারাক্রান্ত ডাল? [বিস্তারিত] -
তাহলে খুলেই বলা যাক
চাঁদের বুড়ি চাঁদেতেই থাক,
মুখোমুখি বসে ছাড়ি নিঃশ্বাস
চোখে চোখে জাগুক পরম বিশ্বাস। [বিস্তারিত] -
সাধ জেগেছে দেবুর মনে প্রেম-যমুনায় ফের ভাসে,
বউ মরেছে বছর দশেক, ছেলেও থাকে প্রবাসে,
বয়স সবে ষাটের কোঠায়,
সবাই কেমন সঙ্গী জোটায়! [বিস্তারিত] -
আজকে তবে এইটুকু থাক
ভীষণ ধাক্কা বাঁধে
রুখতে হবে যে করে হোক
দায় যে বিশাল কাঁধে। [বিস্তারিত] -
যাবার
কথা ছিল আনন্দে বেণী দুলিয়ে
চলে গেলে
অভিমানে ঠোঁট ফুলিয়ে [বিস্তারিত] -
রাস্তাগুলো হরকিসিমের
কোন্ টা দিয়ে যাচ্ছো মিতা?
যাবেই যখন আকাশপানে
দুদিন হাঁটার বিলাসিতা। [বিস্তারিত] -
আনন্দবাজারের'সম্পাদক সমীপেষু'তে প্রাক্তন পুলিশকমিশনা্র নিরূপম সেনের স্মৃতিচারণায় জানা গেলঃ
১৯৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সত্যেন্দ্রনাথ সেনকে বামপন্থী ছাত্ররা দীর্ঘক্ষণ ঘেরাও করে র... [বিস্তারিত] -
থমকে দাঁড়াই অনেকটা পথ এসে
'কতখানি পিছিয়ে আছো তুমি?'
ফিরে দেখি আকাশ ছুঁয়েছে মাটি,
শূন্য চোখে শূন্য বেলাভূমি। [বিস্তারিত] -
কে আর বহে বলো বিনা লাভে তুলো?
ক্ষুদিরামও ছাই আজ, তিতুমিরও ধুলো
দুষ্টের হয় না অভাব খুঁজে পেতে ছুতো
দড়ি-ছেঁড়া পাপ ঢাকে মেরে শিং-গুঁতো। [বিস্তারিত] -
পাল তুলে যাবে কদ্দুর, বাতাস হয়েছে বৈরী
ঘাট ফেলে যাবে আঘাট,মনকে করেছ তৈরী?
পিছুটান ছেড়ে নতুনের খোঁজে দিয়েছ পাড়ি,
খসবেই পলেস্তারা, ফের সেই পুরনো বাড়ি। [বিস্তারিত] -
কোথায় গেল পাহাড়টার সবুজাভা?
সেদিনও দেখেছি পাহাড়টার গায়ে
লতাগুল্মের মাখামাখি আদর,
আজ সেখানে সবুজের ছিটেফোঁটা নেই, [বিস্তারিত] -
বিশ্বাস,
তুমি কি দূষণ-কবলিত?
অবশ্যম্ভাবী মৃত্যর দিকে ধাবিত
সংক্রামিত মারণ-রোগে? [বিস্তারিত] -
চার এক্কে চার
গুণটা গেয়ো তারই সদা নুন খেয়েছো যার,
চার দুগুণে আট
দুঃখীজনের জন্য রেখো খুলে মনের হাট, [বিস্তারিত] -
তিন এক্কে তিন
থাকবে না এই আঁধার সময় আসবে নতুন দিন,
তিন দুগুণে ছয়
সূর্য আছে আড়ালটাতে মেঘে কিসের ভয়? [বিস্তারিত] -
দুয়ের নামতা
-------------------
এক দুগুণে দুই
হারাম থেকে মুখ ফিরিয়ে হালাল জিনিস ছুঁই, [বিস্তারিত]