এবার তারুণ্যের হবে জয়
জেগেছে বুকের ভিতর ঘুমন্ত আগ্নেয়গিরি
এবার জ্বলে পুড়েঁ সব শেষ করে দেবো
যতসব ছাইপাস পুরাতন জরাজীর্ণ
এবার তারুণ্যের হবে জয়
জেগে উঠো তরুণ
জেগে উঠো অরুণ
জেগে উঠো বরুণ
সবুজ পথে সবুজ স্বপ্ন সাজাবো আজ
আর কতো ঘুমিয়ে ঘুমিয়ে থাকা
আর কতো জীবন্মৃত স্বপ্নহীন
এবার জ্বলে পুড়েঁ সব শেষ করে দেবো
যতসব ছাইপাস পুরাতন জরাজীর্ণ
এবার তারুণ্যের হবে জয়
জেগে উঠো তরুণ
জেগে উঠো অরুণ
জেগে উঠো বরুণ
সবুজ পথে সবুজ স্বপ্ন সাজাবো আজ
আর কতো ঘুমিয়ে ঘুমিয়ে থাকা
আর কতো জীবন্মৃত স্বপ্নহীন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৫/০৮/২০১৫
-
মোবারক হোসেন ২৩/০৮/২০১৫ভাল লাগলো পড়ে।
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৮/২০১৫বেশ লিখেছেন ।।
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৯/০৮/২০১৫বেশ
-
জহরলাল মজুমদার ১৯/০৮/২০১৫জাগরণ
-
নাবিক ১৯/০৮/২০১৫এবার তারুণ্যের হবে জয়
বাহ! বেশ সুন্দর কবিতা।