তবু ও
আর কতোকাল আদিযুগে
আর কতোকাল অন্ধকারে
এখন তো ডিজিটাল যুগ
এখন তো আধুনিক যুগ
তবু ও আমরা আদি পথে
তবু ও আমরা আদি মতে
যদিও আমরা ডিজিটাল ডিজিটাল চিৎকার দিতে দিতে
মুখে ফেনা বের করি
আর কতোকাল অন্ধকারে
এখন তো ডিজিটাল যুগ
এখন তো আধুনিক যুগ
তবু ও আমরা আদি পথে
তবু ও আমরা আদি মতে
যদিও আমরা ডিজিটাল ডিজিটাল চিৎকার দিতে দিতে
মুখে ফেনা বের করি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ২৮/০৮/২০১৫বেশ
-
হিরণ্য হারুন ১৭/০৮/২০১৫বাহ! সুন্দর
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৮/২০১৫অল্প কোথায় বেশ লাগলো............ ।।
-
রিয়েল আবদুল্লাহ ১৭/০৮/২০১৫যথোপযুক্ত কথা
-
সাইদুর রহমান ১৬/০৮/২০১৫সুন্দর উপস্থাপনা।
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৮/২০১৫কন্সেপ্ট ভাল । কিন্তু কাব্যকতা একটু কম । ভাল লাগলো ।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৮/২০১৫আর আপনি আপনারা কি কন