তোমার ব্যাকরণ ( দুই )
তোমার ব্যাকরণ পড়তে পড়তে
বাংলা ব্যাকরণ ভুলে গেছি
ভুলে গেছি ব্যাকরণ সংজ্ঞা
শুনেছি তোমার ব্যাকরণ পড়তে গিয়ে
কতো যুবক দাঁত ভেঙ্গেছে অকালে
তোমার ব্যাকরণের সঠিক সংজ্ঞা
তুমিই বুঝতো নাকী
হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াও
নিজের অজান্তে
সহস্র প্রহর চেষ্টা করেও
আজো বুঝিনি তোমার ব্যাকরণ
আমি জানতে চাই
আমি বুঝতে চাই
তোমার সেই ব্যাকরণ ।
বাংলা ব্যাকরণ ভুলে গেছি
ভুলে গেছি ব্যাকরণ সংজ্ঞা
শুনেছি তোমার ব্যাকরণ পড়তে গিয়ে
কতো যুবক দাঁত ভেঙ্গেছে অকালে
তোমার ব্যাকরণের সঠিক সংজ্ঞা
তুমিই বুঝতো নাকী
হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াও
নিজের অজান্তে
সহস্র প্রহর চেষ্টা করেও
আজো বুঝিনি তোমার ব্যাকরণ
আমি জানতে চাই
আমি বুঝতে চাই
তোমার সেই ব্যাকরণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১৮/০৫/২০১৫Nice