ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসেগেছি (তিন )
ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসেগেছি
ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের শুটিং করবো নাকী
আর কতো ধ্বংস
আর কতো মৃত্যু
ধ্বংস আর মৃত্যু কি রাজনীতি হতে পারে
ধ্বংস আর মত্যু কি সমাজ সেবা হতে পারে ...।
ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের শুটিং করবো নাকী
আর কতো ধ্বংস
আর কতো মৃত্যু
ধ্বংস আর মৃত্যু কি রাজনীতি হতে পারে
ধ্বংস আর মত্যু কি সমাজ সেবা হতে পারে ...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫ধন্যবাদ কবি
-
রাধাশ্যাম জানা ০৬/০৪/২০১৫Kobitati porhe valolaglo..!
-
রাসেল আহমদ ০৪/০৪/২০১৫আর কত ধ্বংস ?
-
উদ্বাস্তু নিশাচর ৩১/০৩/২০১৫সভ্যতাই এখন অসভ্য হয়ে গেছে
-
সাইদুর রহমান ৩০/০৩/২০১৫মুগ্ধ রচনা শৈলীতে।
শুভ কামনা। -
জাফর পাঠান ৩০/০৩/২০১৫সমসাময়িক বিষয়ের চরম বাস্তবতা এই অনু কবিতা । ছন্দপ্রাণেও সম্মৃদ্ধ, বেশ ভালো লাগলো ।
-
নাজমুল আহসান ২৯/০৩/২০১৫অপূর্ব
-
ফারুক নুর ২৯/০৩/২০১৫রাজনীতি ও সমাজ সেবা কখনোই ধ্বংসাত্বক হতে পারে না ।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০৩/২০১৫ভাইসাহেব আপনারা কি বলেন
............................................................
আর কতো ...........................।।