উড়িয়ে দিয়েছি সব রঙিণ ফানুস
পকেট রাখি নাই শার্টে বোতাম আছে শুধু
টাকা নেই হাতে দু'চোখে মরুভুমি ধূ ধূ
পাছে লোকে কতো কিছু বলে
কানে শুনি না দেখিনা কিছু
আমার আমি ছাড়া কেউ যে নেই
একা বড্ড একাকি মানুষ
স্বপ্ন দ্যাখিনা আর কোনকিছু
উড়িয়ে দিয়েছি সব রঙিণ ফানুস ,,,,,
টাকা নেই হাতে দু'চোখে মরুভুমি ধূ ধূ
পাছে লোকে কতো কিছু বলে
কানে শুনি না দেখিনা কিছু
আমার আমি ছাড়া কেউ যে নেই
একা বড্ড একাকি মানুষ
স্বপ্ন দ্যাখিনা আর কোনকিছু
উড়িয়ে দিয়েছি সব রঙিণ ফানুস ,,,,,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ২৪/০৩/২০১৫Khub sundar biboronmulok kobita..
-
সাইদুর রহমান ২১/০৩/২০১৫বাহ ছোট্ট হলেও খুব সুন্দর।
অনেক শুভেচ্ছা। -
দ্বীপ সরকার ১৯/০৩/২০১৫গুড....
-
ফিরোজ মানিক ১৮/০৩/২০১৫দারুণ। ভাল লাগলো কবি।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০৩/২০১৫উড়িয়ে দিয়েছি সব রঙিণ ফানুস.........।।কি বলেন কবি