এসো ভয়কে ’ না ’ বলি
জীবন যুদ্ধে কিসের এতো এতো ভয়
ভয় কে করতে হবে জয়
এসো সাহস নিয়ে চলি ভয়কে ’ না ’ বলি
শতবার
সহস্রবার
লক্ষবার
কোটিবার
সব কন্ঠস্বর এক সঙ্গে ধরি শ্লোগান
চাই জীবনের জয়গান
এসো ভয়কে ’ না ’ বলি
প্রতিদিন
প্রতিক্ষণ.....#
ভয় কে করতে হবে জয়
এসো সাহস নিয়ে চলি ভয়কে ’ না ’ বলি
শতবার
সহস্রবার
লক্ষবার
কোটিবার
সব কন্ঠস্বর এক সঙ্গে ধরি শ্লোগান
চাই জীবনের জয়গান
এসো ভয়কে ’ না ’ বলি
প্রতিদিন
প্রতিক্ষণ.....#
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ১০/০৩/২০১৫ভাল হয়েছে......।।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৩/২০১৫ধন্যবাদ কবি
-
স্বপন রোজারিও(১) ০৮/০৩/২০১৫ভয়কে না বলতে পরতে হবে।
-
ফিরোজ মানিক ০৮/০৩/২০১৫ভয় হলো মনের অন্তরালে থাকা এক ছাঁয়া মূর্তি। যা সাহসের চেয়ে অতি দুর্বল। তাই সাহস থাকলে ভয় দ্রুত পালায়ন করে।
-
তালহা বিন জসিম ০৮/০৩/২০১৫সুন্দর
-
মু.তারিফ উল ইসলাম তানিন ০৮/০৩/২০১৫বীরের ভয় বলতে কিছু নেই
-
স্বপন রোজারিও(১) ০৭/০৩/২০১৫ভয়কে করতে হবে জয়।
-
নাজমুল আহসান ০৭/০৩/২০১৫ভয়কে করি জয়
-
সবুজ আহমেদ কক্স ০৭/০৩/২০১৫এসো ভয়কে ’ না ’ বলি........................।সবাই