একটা মানুষ
জীবনের মধ্যাহ্নে দাড়িঁয়ে থাকা একজন বোবা মানুষ
কখনো ধরা হয়না একটা ফানুষ
চেয়ে চেয়ে দাড়িঁয়ে থাকা একটা মানুষ
স্মৃতির ছবি ভাসে চোখে চলচ্চিত্রের মতো
একের পর এক দৃশ্য
একের পর এক এক কাহিনী
ছিল আশা ছিল ভালো বাসা হৃদয়ে কতো
একদিন সবাই কে হারিয়ে ফানুষ ধরার ওস্তাদ যে ছিলো
চঞ্চলতা হারিয়ে সেই মানুষ টা আজ প্রায় বোবা
কোনো উত্তর নেই কেনো প্রশ্ন নেই শধূই যাওয়া
আধাঁর জীবন পাথর মন নিথর চোখ নিরব প্রস্তান
কখনো ধরা হয়না একটা ফানুষ
চেয়ে চেয়ে দাড়িঁয়ে থাকা একটা মানুষ
স্মৃতির ছবি ভাসে চোখে চলচ্চিত্রের মতো
একের পর এক দৃশ্য
একের পর এক এক কাহিনী
ছিল আশা ছিল ভালো বাসা হৃদয়ে কতো
একদিন সবাই কে হারিয়ে ফানুষ ধরার ওস্তাদ যে ছিলো
চঞ্চলতা হারিয়ে সেই মানুষ টা আজ প্রায় বোবা
কোনো উত্তর নেই কেনো প্রশ্ন নেই শধূই যাওয়া
আধাঁর জীবন পাথর মন নিথর চোখ নিরব প্রস্তান
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাহিদ হাসান ২৬/০২/২০১৫আপনি আসলেই ভালো লেখেন।
-
ফিরোজ মানিক ২৫/০২/২০১৫আঁধার জীবন পাথর মন নিথর চোখ নিরব প্রস্থান লাইটি আমার হৃদয় ছুঁয়ে গেল, একটি লাইনেই অনেকগুলো চিত্র ফুটে উঠেছে। দারুণ লাগলো কবি।
-
ফিরোজ মানিক ২৫/০২/২০১৫আঁধার জীবন পাথর মন নিথর চোখ নিরব প্রস্থান লাইটি আমার হৃদঢ ছুঁয়ে গেল, একটি লাইনেই অনেকগুলো চিত্র ফুটে উঠেছে। দারুণ লাগলো কবি।
-
আনন্দ মোহন বিশ্বাস ২৫/০২/২০১৫ভাল লেখা
-
মো ফয়সাল রহমান ২৫/০২/২০১৫Valo