এমন তো কথা ছিলনা ( দুই )
তুমি দিয়ে গেছো এক হিমালয় দু:খ
ব্যথার পাহাড় কি করি রাখনি খবর
এতো দিনের ভালোবাসার দিয়েছো কবর
রেখে গেছো কিছু স্মৃতি
চোখের পাতায়
চলচ্চিত্রের মতো আজো কেনো ভাসে
কেনো এতো মনে আসে ...
এখন আমি সত্যিই হিমালয় কাছেই থাকি
সব সবই ভুলে আনমনে
কতো কিছু জানতে ইচ্ছে করে
কতো কিছু দেখতে ইচ্ছে করে
কতো কিছু বলতে ইচ্ছে করে
এমন তো কথা ছিলনা
কেনো এমন হলো
ভালোবাসা হারিয়ে গেলো
ব্যথার পাহাড় কি করি রাখনি খবর
এতো দিনের ভালোবাসার দিয়েছো কবর
রেখে গেছো কিছু স্মৃতি
চোখের পাতায়
চলচ্চিত্রের মতো আজো কেনো ভাসে
কেনো এতো মনে আসে ...
এখন আমি সত্যিই হিমালয় কাছেই থাকি
সব সবই ভুলে আনমনে
কতো কিছু জানতে ইচ্ছে করে
কতো কিছু দেখতে ইচ্ছে করে
কতো কিছু বলতে ইচ্ছে করে
এমন তো কথা ছিলনা
কেনো এমন হলো
ভালোবাসা হারিয়ে গেলো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবদুল্লাহ আল মামুন ২৫/০২/২০১৫valo laglo
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০২/২০১৫ভালো লিখেছেন।
-
GoutamSamanta ২৫/০২/২০১৫Well
-
মো ফয়সাল রহমান ২৪/০২/২০১৫Nice
-
সাইদুর রহমান ২৪/০২/২০১৫খু-ব সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা নিবেন। -
সহিদুল ইসলাম ২৪/০২/২০১৫ভালবাসা হারায় না, স্থান্তরিত হয় মাত্র।
-
রইস উদ্দিন খান আকাশ ২৪/০২/২০১৫সুন্দর লিখনি
-
ফিরোজ মানিক ২৪/০২/২০১৫এমন তো ছিলনা কথা ভিজিয়ে দুই চোখের পাতা এ বুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে দূরের মানুষ হয়ে গেলে। অসাধারণ কবিত্ব।
-
সবুজ আহমেদ কক্স ২৪/০২/২০১৫এমন তো কথা ছিলনা ..............................
.......................................।।