বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
আজো চর্যাপদ হাটেঁ গ্রামে গ্রামে পথে পথে
ঘুরে ভাবুক মন শব্দহীন মেঠোপথে
শব্দসন্ধানে শব্দের আসর সাজায়
ধুলোপড়া কবিতার খাতায়
দ্যাখো কাহৃপা লুইপা ভুসুকুপা কাদছেঁ
জীবন সংসার চিতার আগুণে জ্বলছে
আবাল বৃদ্ধা বণিতা জনে জনে
শব্দহীন আওয়াজ মনে মনে
রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রণায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
ক জন বুঝে চঞ্চল চোখ কি খুঁজে
কি পাচ্ছে
আর কি হারাচ্ছে
ঘুরে ভাবুক মন শব্দহীন মেঠোপথে
শব্দসন্ধানে শব্দের আসর সাজায়
ধুলোপড়া কবিতার খাতায়
দ্যাখো কাহৃপা লুইপা ভুসুকুপা কাদছেঁ
জীবন সংসার চিতার আগুণে জ্বলছে
আবাল বৃদ্ধা বণিতা জনে জনে
শব্দহীন আওয়াজ মনে মনে
রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রণায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
ক জন বুঝে চঞ্চল চোখ কি খুঁজে
কি পাচ্ছে
আর কি হারাচ্ছে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫ধন্যবাদ সুন্দর মতামত দিবার জন্য...............।।
-
আদনান আদি ১৯/০২/২০১৫অসম্ভব সুন্দর
-
সাইদুর রহমান ১৮/০২/২০১৫চমৎকার কবিতাটি।
সুন্দর ভাবনা।
শুভেচ্ছা নিবেন। -
অ ১৮/০২/২০১৫সুন্দর ।
-
স্বপন রোজারিও(১) ১৮/০২/২০১৫চমৎকার।