ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি
কষ্ট পেতে পেতে কষ্টের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি
কষ্ট কে আর কষ্ট মনে হয় না
ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি
ধবংস কে আর ধ্বংস মনে হয় না
অতএব আমি আমরা জীবন্মৃত ভাবে বেচেঁ আছি
অতএব এই দেশ মৃত্যুপুরী হতে আর বেশি দিন নেই
১৫।০২।১৫
কষ্ট কে আর কষ্ট মনে হয় না
ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি
ধবংস কে আর ধ্বংস মনে হয় না
অতএব আমি আমরা জীবন্মৃত ভাবে বেচেঁ আছি
অতএব এই দেশ মৃত্যুপুরী হতে আর বেশি দিন নেই
১৫।০২।১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫ধন্যবাদ কবি............।
-
অস্পষ্ট ছবি ১৭/০২/২০১৫অসাধারন।।
-
জহির রহমান ১৬/০২/২০১৫হুম... বুঝতেছিনা শেষ পর্যন্ত কি হয়!
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫তাই নাকি............?
-
ফিরোজ মানিক ১৫/০২/২০১৫দারুণ! শুভেচ্ছা রইল কবি
-
মো ফয়সাল রহমান ১৫/০২/২০১৫valo
-
স্বপন রোজারিও(১) ১৫/০২/২০১৫সবুজ ভাই, ঠিকই লিখেছেন।আমরা আসলেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু এ থেকে মুক্তি দরকার।
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০২/২০১৫দেশের অবস্তা এমনই
-
সবুজ আহমেদ কক্স ১৫/০২/২০১৫ধ্বংস দেখতে দেখতে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি.....................।আর আপনি কি বলেন ...............।কবি.....................