আমি স্থির করে ফেলেছি
আমি স্থির করে ফেলেছি
এই বার বসন্ত এলে
এতো দিনের না বলা কথাটি
যতনে সাজিয়ে রাখা কথাটি
বুক পকেট থেকে বের করে দেবো
সঙ্গে একটি লাল গোলাপ
এবঙ একটি চিরকুট
বলবো- এই নাও তোমার জন্য
এই বার বসন্ত এলে
এতো দিনের না বলা কথাটি
যতনে সাজিয়ে রাখা কথাটি
বুক পকেট থেকে বের করে দেবো
সঙ্গে একটি লাল গোলাপ
এবঙ একটি চিরকুট
বলবো- এই নাও তোমার জন্য
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫ধন্যবাদ কবি
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫আর দেরি করবেন না। বলে ফেলুন।
-
স্বপ্নীল মিহান ১৬/০২/২০১৫বলেছেন?
-
সুজন ১৪/০২/২০১৫খুবই সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ১৪/০২/২০১৫thanks kobi jahidur rahman @@@@
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫Bola diacen tho
-
হাসান কামরুল ১৩/০২/২০১৫ভালো লাগলো।
বাসন্তিক শুভেচ্ছা রইল। -
ফিরোজ মানিক ১৩/০২/২০১৫আপনাকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। চিরকুট দেওয়ার সময় বলবেন, আমি তাকেও শুভেচ্ছা জানিয়েছি।
-
সাইদুর রহমান ১৩/০২/২০১৫এবং শব্দটি এই রকম হবে
নাকি ? সুন্দর হয়েছে।
শুভেচ্ছা জানবেন। -
মো ফয়সাল রহমান ১৩/০২/২০১৫Valo
-
স্বপন রোজারিও(১) ১৩/০২/২০১৫বসন্তের উপহার।
-
অ ১৩/০২/২০১৫ওয়াও ।
দারুণ ।
এই বসন্তে আর মিস হবে না । -
জহির রহমান ১৩/০২/২০১৫চিরকুটটি দিয়ে ফেলুন- আর বলে ফেলুন কথাটি
-
আতিক রহমান ১৩/০২/২০১৫বলে ফেলুন। আমরা আছি আপনার পিছে।
-
সবুজ আহমেদ কক্স ১৩/০২/২০১৫আমি স্থির করে ফেলেছি ... আর আপনি কি বলেন...