ডাক দিলে ফের যাইতে হবে
জীবন নামক নাট্যমঞ্চে করছি অভিনয়
কেউ রাজা
কেউ প্রজা
কেউ ধনী
কেউ গরীব
সহস্র চরিত্র
সহস্র মত
সহস্র পথ
সহস্র দল
কতো কিছু দেখি
কতো কিছু শুনি
অন্ধ ও বোবার অভিনয়ে
কতো কিছু বুঝেও বুঝি না
কতো কিছু শুনেও শুনি না
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো
দম ফুরাইলে অন্ধ
দুনিয়াদারী বন্ধ
রঙের দুনিয়া রঙিণ মানুষ
নানান রঙের ঢঙ
নানান রঙের কাহিনী
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো...#
কেউ রাজা
কেউ প্রজা
কেউ ধনী
কেউ গরীব
সহস্র চরিত্র
সহস্র মত
সহস্র পথ
সহস্র দল
কতো কিছু দেখি
কতো কিছু শুনি
অন্ধ ও বোবার অভিনয়ে
কতো কিছু বুঝেও বুঝি না
কতো কিছু শুনেও শুনি না
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো
দম ফুরাইলে অন্ধ
দুনিয়াদারী বন্ধ
রঙের দুনিয়া রঙিণ মানুষ
নানান রঙের ঢঙ
নানান রঙের কাহিনী
ডাক দিলে ফের যাইতে হবে
ভুলে যাই কখনো কখনো...#
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজন ০৯/০২/২০১৫সুন্দর হয়েছে
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৯/০২/২০১৫সুন্দর লিখেছেন।।
-
উদ্বাস্তু নিশাচর ০৯/০২/২০১৫ভাবতত্ত্ব দারুন লাগলো
-
স্বপন রোজারিও(১) ০৯/০২/২০১৫সুন্দর হয়েছে। যেন আধ্যাত্মিক কবিতা।
-
ফিরোজ মানিক ০৯/০২/২০১৫কোথায় তুমি ছিলে ও মন কোথায় তুমি আসিলে, যে তোমারে পাঠাইলো তারে কি ভালোবাসিলে। আজ না হয় কালকে যেতে হবে চলে সকাল কি বা সন্ধ্যা বেলা, ভঙ্গ হবে রঙেই মেলা।
-
আজাদ বাঙালি ০৯/০২/২০১৫খুব ভাল লিখেছেন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫অবশ্যই যাইতে হবে।
পারাপারের থাকলে তাড়া সঙ্গে নি.............ভাড়া.