আমি এখনো বাংলা শিখছি
আমি এখনো বর্ণমালা খুজিঁ
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি
মায়ের মুখে
বাবার মুখে
খোকার মুখে
খোকীর মুখে
আমি বাংলায় কথা ক্ই
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় সব খাই
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মনের আশা
বাংলায় খুজিঁ লাল সবুজ পতাকা
বাংলায় খুজিঁ হারানো ভালোবাসা
বাংলায় আমি এখন আর নই একা
বাংলায় পাই সবার সাথে দেখা
বাংলা আমার মগজে হৃদ মাজারে গাথাঁ
বাংলা আমার রক্তে শিরা-উপশিরায় মিশে একাকার
জানে না কেউ সে কথা
আমি এখনো বর্ণমালা খুজিঁ
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি........
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি
মায়ের মুখে
বাবার মুখে
খোকার মুখে
খোকীর মুখে
আমি বাংলায় কথা ক্ই
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় সব খাই
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মনের আশা
বাংলায় খুজিঁ লাল সবুজ পতাকা
বাংলায় খুজিঁ হারানো ভালোবাসা
বাংলায় আমি এখন আর নই একা
বাংলায় পাই সবার সাথে দেখা
বাংলা আমার মগজে হৃদ মাজারে গাথাঁ
বাংলা আমার রক্তে শিরা-উপশিরায় মিশে একাকার
জানে না কেউ সে কথা
আমি এখনো বর্ণমালা খুজিঁ
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫শেখার কোনো শেষ নাই। চালিয়ে যান।
-
জাহিদুর রহমান ০৫/০২/২০১৫Bangla ato sikha ki hobe dorker akhon english sikher
-
সাইদুর রহমান ০৫/০২/২০১৫চমৎকার উপস্থাপনা।
ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা। -
রক্তিম ০৫/০২/২০১৫দারুন এই সহজ বোধ্য কবিতা ।
-
ইমন শরীফ ০৫/০২/২০১৫Chomotkar
-
হাসান ইমতি ০৫/০২/২০১৫ভালো লাগলো লেখা
-
শ্রাবনের মেঘ ০৪/০২/২০১৫শেখার আছে আরো বাকি
-
ফিরোজ মানিক ০৪/০২/২০১৫আমাদের সবারই বাংলা শিখার দরকার। কেননা, আমরা সবাই বাঙালি। শুভেচ্ছা রইল কবি।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০২/২০১৫আমিও এখনো বাংলা শিখি।
-
সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫আমি এখনো বাংলা শিখছি........................।সত্যি .................................ই ,,,,,,,,,,,,,,,,