মরছি কিন্তু আমরাই
ব্যবসায়ীরা দেশ চালায়
শিক্ষিত সমাজ ফেইসবুক চালায়
নেতারা রাজনীতির নতুন নতুন ফর্মুলা বানায়
সতের কোটি জনগণ বোকা হয় প্রতিদিন
বলির পাটা হয় প্রতিদিন
গৃহযুদ্ধে সরকারী দল
বিরোধী দল
মরছি কিন্তু আমরাই
শিক্ষিত সমাজ ফেইসবুক চালায়
নেতারা রাজনীতির নতুন নতুন ফর্মুলা বানায়
সতের কোটি জনগণ বোকা হয় প্রতিদিন
বলির পাটা হয় প্রতিদিন
গৃহযুদ্ধে সরকারী দল
বিরোধী দল
মরছি কিন্তু আমরাই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুহুল আমীন ০৩/০২/২০১৫ঠিক কথাই বলেছেন, জনগণকেই মরতে হয়
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫কবি আপনার কবিতায় যথার্থ লিখেছেন। ঘটনাটি সত্য কিন্তু ...............।।
-
আহমাদ মাগফুর ০২/০২/২০১৫ঠি--ক্ ক--থা,
কিন্তু প্রমান কি!
হা হা হা... আমগো আদালত পাড়া,,, হি হি হি..! -
কৌশিক আজাদ প্রণয় ০২/০২/২০১৫যথার্থ বলেছেন কবি। মরে নিরীহ জনগণ।
-
ফিরোজ মানিক ০২/০২/২০১৫কি বলা যায় আপনাকে, কবি নাকি প্রতিবাদী কবি? ভাল লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫মরছি কিন্তু আমরাই ......নাকী বেচেঁ আছি স্বর্গে......।