এই গৃহযুদ্ধের শেষ কি হবে না
দেশ কোন পথে রাজনীতি কোন পথে
গণতন্তু কোন পথে সংবিধান কোন পথে
কোন পথে অর্থনীতি কোন পথে আমরা
কোন পথে হাটি
কোন পথে যাত্রা
পথ হারিয়ে পথের মাঝে আর কতোকাল
কতোদিন প্রশ্নহীন উত্তরহীন
আসলে এভাবে আরকতো..
ধৈর্য্যেরও একটা সীমা আছে
নতুন বছর নতুন বই
নতুন কলম নতুন খাতা
এখনো দাগহীন অ আ ই ঈ
হয়নি লিখা কোন পাতা..
শীতের সবজীর দাম নেই
মান নেই
মহাজনের পকেটে টাকা নেই
গরুছাগল সবজি খায়
মানুষরা উপোষ রয়
হায় বাংলাদেশ হায় গণতন্ত্র
হায় রাজনীতি হায় অর্থনীতি
এই গৃহযুদ্ধ কবে হবে শেষ
কবে
কবে
জানতে চাই
জানতে চাই
জানি কোনো উত্তর নেই
জনে জনে নিরব প্রস্তান
কেনো দিনে দিনে জন্মভূমি হচ্ছে শ্মশান
আমাদের কি এভাবেই মরতে হবে
পেট্রোলবোমা
হ্যান্ডবোমা
ইট ককটেল
গ্যাস জলকামান
আঘাতে আঘাতে হাসপাতালের বেডে শুয়ে থাকা
হে খোদা এই গৃহযুদ্ধের শেষ কি হবে না....
গণতন্তু কোন পথে সংবিধান কোন পথে
কোন পথে অর্থনীতি কোন পথে আমরা
কোন পথে হাটি
কোন পথে যাত্রা
পথ হারিয়ে পথের মাঝে আর কতোকাল
কতোদিন প্রশ্নহীন উত্তরহীন
আসলে এভাবে আরকতো..
ধৈর্য্যেরও একটা সীমা আছে
নতুন বছর নতুন বই
নতুন কলম নতুন খাতা
এখনো দাগহীন অ আ ই ঈ
হয়নি লিখা কোন পাতা..
শীতের সবজীর দাম নেই
মান নেই
মহাজনের পকেটে টাকা নেই
গরুছাগল সবজি খায়
মানুষরা উপোষ রয়
হায় বাংলাদেশ হায় গণতন্ত্র
হায় রাজনীতি হায় অর্থনীতি
এই গৃহযুদ্ধ কবে হবে শেষ
কবে
কবে
জানতে চাই
জানতে চাই
জানি কোনো উত্তর নেই
জনে জনে নিরব প্রস্তান
কেনো দিনে দিনে জন্মভূমি হচ্ছে শ্মশান
আমাদের কি এভাবেই মরতে হবে
পেট্রোলবোমা
হ্যান্ডবোমা
ইট ককটেল
গ্যাস জলকামান
আঘাতে আঘাতে হাসপাতালের বেডে শুয়ে থাকা
হে খোদা এই গৃহযুদ্ধের শেষ কি হবে না....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫ভাল
-
সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫দেশের চলমান পরিস্থিতি আসলে খুব খরাপ অবস্থায়। জানিনা কখন এ যুদ্ধ বিরতি হবে। কবে আমরা শান্তিতে বসবাস করত পারব।
-
সবুজ আহমেদ কক্স ২৮/০১/২০১৫ধন্যবাদ কবি.....................।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫এমন দেশের নেতারাই আজ স্বাধীনতার মিছিল ধরে, এ দেশ করতে চায় আধুনিক! শুভেচ্ছা রইল সবুজ ভাই।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫আমরা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানাই। আর চাই উত্তরন।
-
অ ২৮/০১/২০১৫খুব সুন্দর ।
আমরাও চাই এই অবস্থা থেকে উত্তরণ ।
ভালো থাকুন সর্বদা । -
মেহেদী হাসান (নয়ন) ২৮/০১/২০১৫ভাল লিখেছেন, ভাল লাগলো। আজ আমরা প্রধীন জাতী।