পুলিশ
পুলিশ
চাকরী বাচাঁর জন্য মানুষ ধরি
চাকরী বাচাঁর জন্য মানুষ মারি
নিজে বাচঁলে বাপের নাম
মরে গেলে কে কার
আমি সরকারী অফিসার ।
অহর্নিশ থাকি দৌড়ের উপর
ঠিকঠাক নাই বিছানা বালিশ চাদর
দেখ না কাজ-কর্মে খুশি সরকার
তাইতো আমাগো পদোন্নতি বারংবার
থানার কাছে যায় না কানা
পুলিশ নাম ধরতে মানা
আছে কি তা জানা
দেশ এখন আমাদের হাতে
যেমনে
চালাই
তেমনে
চলে
বলবি কথা ধরবো কিন্তু হাতেনাতে ।
চাকরী বাচাঁর জন্য মানুষ ধরি
চাকরী বাচাঁর জন্য মানুষ মারি
নিজে বাচঁলে বাপের নাম
মরে গেলে কে কার
আমি সরকারী অফিসার ।
অহর্নিশ থাকি দৌড়ের উপর
ঠিকঠাক নাই বিছানা বালিশ চাদর
দেখ না কাজ-কর্মে খুশি সরকার
তাইতো আমাগো পদোন্নতি বারংবার
থানার কাছে যায় না কানা
পুলিশ নাম ধরতে মানা
আছে কি তা জানা
দেশ এখন আমাদের হাতে
যেমনে
চালাই
তেমনে
চলে
বলবি কথা ধরবো কিন্তু হাতেনাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫রাইট ইউ আর।
-
আবিদ আল আহসান ২৪/০১/২০১৫সুন্দর লাগলো
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫ধন্যবাদ কবি
-
ফিরোজ মানিক ২৪/০১/২০১৫বাস্তব কথা।
-
ফিরোজ মানিক ২৪/০১/২০১৫সত্যি বলেছেন ভাই, পুলিশ নিয়ে আমরা করি ক্ষমতার বড়াই।
-
জাফর পাঠান ২৪/০১/২০১৫চাকরী বাঁচানোর জন্য মানুষ মারি / আখেরাতের হিসাব পাতা নিজ হাতে ছিড়ি / আহা কি সুন্দর কারবারী / একবারও ভাবিনা ওপারের বিচার গেলে ফিরি / আহা বশ্যতার একি ফসল নিড়ি !!!! /// সচেতনমূলক লেখা ভালো লাগলো ।
-
পিয়ালী দত্ত ২৩/০১/২০১৫দারুন
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫thanks kobi hasan
-
হাসান কামরুল ২৩/০১/২০১৫কবিতা পড়ে ভালো লাগলো। শুভ কামনা রইল কবি।
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫সকল কবি ভাইদের (জুমাবার)
সালাম -
শম্পা ২৩/০১/২০১৫বেশ হয়েছে কবিতা টি। পড়ে ভালো লাগল।
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫বস কে ধন্যবাদ কবিতা টি প্রকাশ করার জন্য ....................................।। সবাই কে সালাম
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫সবার মতামত আশা করছি..................।