আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই
হে খোদা তুমি কোথায়
কতোদূরে কোনখানে
কোন মসজিদ মন্দির গীর্জায়
কোন ঘরে থাকো তুমি
কোন পথে
কোন মতে
কার সাথে
কার দলে
কোন পাহাড় পর্বত হিমালয়
সাত সমুদ্দুর তেরনদী
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
বন জঙ্গল
সুন্দরবন
বান্দরবন
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
মাজারে মাজারে ঘুরেছি
কবর শ্মশানে ঘুরেছি
কেউ কথা শুনে না
কেউ কথা বুঝে না
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
লোকে বলে কেনো
গড
ঈশ্বর
ভগবান
কেনো এতো নাম বুঝি না
আমি শুধু তোমাকে চাই
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
চোরের দুনিয়ায় চোরা চোরা কথা
চোরের দুনিয়ায় ছোট ছোট ব্যথা
আমি এতো বুঝিনা
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই
দেখা দাও
দেখা দাও
আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
হে প্রভু তুমি কোথাই
তুমি কোথাই
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই ।
মহেশখালী কক্সবাজার
২১।০১।২০১৫
[/b]
কতোদূরে কোনখানে
কোন মসজিদ মন্দির গীর্জায়
কোন ঘরে থাকো তুমি
কোন পথে
কোন মতে
কার সাথে
কার দলে
কোন পাহাড় পর্বত হিমালয়
সাত সমুদ্দুর তেরনদী
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
বন জঙ্গল
সুন্দরবন
বান্দরবন
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
মাজারে মাজারে ঘুরেছি
কবর শ্মশানে ঘুরেছি
কেউ কথা শুনে না
কেউ কথা বুঝে না
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
লোকে বলে কেনো
গড
ঈশ্বর
ভগবান
কেনো এতো নাম বুঝি না
আমি শুধু তোমাকে চাই
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
চোরের দুনিয়ায় চোরা চোরা কথা
চোরের দুনিয়ায় ছোট ছোট ব্যথা
আমি এতো বুঝিনা
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই
দেখা দাও
দেখা দাও
আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
হে প্রভু তুমি কোথাই
তুমি কোথাই
আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই ।
মহেশখালী কক্সবাজার
২১।০১।২০১৫
[/b]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫সবাই কে অসংখ্য ধন্যবাদ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫বানানের প্রতি যত্নবান হলে আরো ভালো হবে।
-
সায়েম খান ২৫/০১/২০১৫আসলে হিন্দী ছবি দেখিনা বললেই চলে,তবুও লেখাটি যে ভাল হয়েছে তা বলতে পারি।
-
আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫এটা গানের সরাসরি অনুবাদ?
-
সুব্রত দাশ আপন ২২/০১/২০১৫প্রভূ সর্বত্র বিরাজমান। কিন্তু এটি সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে। হুম ভিন্নতর লেখা এটি। ভালো লাগল।
-
স্বপন রোজারিও(১) ২১/০১/২০১৫ভাল হয়েছে। প্রভু সর্বত্র বিরাজমান।
-
অ ২১/০১/২০১৫হুম কবিতা বেশ ভালই হয়েছে ।
শুভেচ্ছা । -
সুব্রত সামন্ত (বুবাই) ২১/০১/২০১৫ভাবা জাচ্ছিলনা এটা কবিতা হতে পারে ! তবু করে দেখিয়ে দিলেন।
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫দমের ঘরে দিয়া তালা চাবি নিয়া উপরওয়ালা, খেলছে এক রঙেরই খেলা। ধন্যবাদ কবি ভাই কথাগুলো অসাধারণ।
-
কৌশিক আজাদ প্রণয় ২১/০১/২০১৫অসাম্প্রদায়িক চেতনার অনন্য সৃষ্টি। কিছু বানান ঠিক করে নিন কবি।।
পেঠে< পেটে
পশ্চিম -
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫মতামত পেলে নতুন একটি লিখার জন্য প্রেরণা পাওয়া যায়
-
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫সবার মতামত আশা করি ।