www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই

হে খোদা তুমি কোথায়
কতোদূরে কোনখানে
কোন মসজিদ মন্দির গীর্জায়
কোন ঘরে থাকো তুমি
কোন পথে
কোন মতে
কার সাথে
কার দলে
কোন পাহাড় পর্বত হিমালয়
সাত সমুদ্দুর তেরনদী
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
বন জঙ্গল
     সুন্দরবন
          বান্দরবন
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
মাজারে মাজারে ঘুরেছি
কবর শ্মশানে ঘুরেছি
কেউ কথা শুনে না
কেউ কথা বুঝে না
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
লোকে বলে কেনো
গড
      ঈশ্বর
             ভগবান
কেনো এতো নাম বুঝি না
আমি শুধু তোমাকে চাই
হে প্রভু কোথায় তুমি
কতোদূরে কোনখানে
কোন ঘরে থাকো তুমি
চোরের দুনিয়ায় চোরা চোরা কথা
চোরের দুনিয়ায় ছোট ছোট ব্যথা
আমি এতো বুঝিনা
আমি শুধু তোমাকে চাই
     শুধু তোমাকে চাই
দেখা দাও
দেখা দাও
আমি pk পেটে ক্ষিধে নিয়ে দৌড়াই
উত্তর
          দক্ষিণ
পূর্ব
          পশ্চিম
হে প্রভু তুমি কোথাই
        তুমি কোথাই
আমি শুধু তোমাকে চাই
     শুধু তোমাকে চাই ।



মহেশখালী কক্সবাজার
২১।০১।২০১৫
[/b]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫
    সবাই কে অসংখ্য ধন্যবাদ
  • বানানের প্রতি যত্নবান হলে আরো ভালো হবে।
  • সায়েম খান ২৫/০১/২০১৫
    আসলে হিন্দী ছবি দেখিনা বললেই চলে,তবুও লেখাটি যে ভাল হয়েছে তা বলতে পারি।
  • আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫
    এটা গানের সরাসরি অনুবাদ?
    • সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫
      গান ৫ মিনিটের আর ছবি টা ৩ঘন্টার নাকী
      ভালো করে দেখনু আর লেখার মুলভাবটা বুঝতে চেষ্টা করুণ ...........................সো গুড লাক মি; আহমাক মাগফুর
  • সুব্রত দাশ আপন ২২/০১/২০১৫
    প্রভূ সর্বত্র বিরাজমান। কিন্তু এটি সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে। হুম ভিন্নতর লেখা এটি। ভালো লাগল।
  • ভাল হয়েছে। প্রভু সর্বত্র বিরাজমান।
    • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
      কবি স্বপন রোজারিও অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য ভালো থাকুন ।আরো ভাল ভাল মতামত দিবে আশাকরি
  • ২১/০১/২০১৫
    হুম কবিতা বেশ ভালই হয়েছে ।
    শুভেচ্ছা ।
  • ভাবা জাচ্ছিলনা এটা কবিতা হতে পারে ! তবু করে দেখিয়ে দিলেন।
  • ফিরোজ মানিক ২১/০১/২০১৫
    দমের ঘরে দিয়া তালা চাবি নিয়া উপরওয়ালা, খেলছে এক রঙেরই খেলা। ধন্যবাদ কবি ভাই কথাগুলো অসাধারণ।
  • অসাম্প্রদায়িক চেতনার অনন্য সৃষ্টি। কিছু বানান ঠিক করে নিন কবি।।

    পেঠে< পেটে
    পশ্চিম
  • সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫
    মতামত পেলে নতুন একটি লিখার জন্য প্রেরণা পাওয়া যায়
  • সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫
    সবার মতামত আশা করি ।
 
Quantcast