কবিতা বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
সবুজ আহমেদ
আজো চর্যাপদ হাটেঁ গ্রামে গ্রামে পথে পথে
ঘুরে ভাবুক মন শব্দহীন মেঠোপথে
শব্দসন্ধানে শব্দের আসর সাজায়
ধুলোপড়া কবিতার খাতায়
দ্যাখো কাহৃপা লুইপা ভুসুকুপা কাদছেঁ
জীবন সংসার চিতার আগুণে জ্বলছে
আবাল বৃদ্ধা বণিতা জনে জনে
শব্দহীন আওয়াজ মনে মনে
রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রণায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
ক জন বুঝে চঞ্চল চোখ কি খুঁজে
কি পাচ্ছে
আর কি হারাচ্ছে
সবুজ আহমেদ
আজো চর্যাপদ হাটেঁ গ্রামে গ্রামে পথে পথে
ঘুরে ভাবুক মন শব্দহীন মেঠোপথে
শব্দসন্ধানে শব্দের আসর সাজায়
ধুলোপড়া কবিতার খাতায়
দ্যাখো কাহৃপা লুইপা ভুসুকুপা কাদছেঁ
জীবন সংসার চিতার আগুণে জ্বলছে
আবাল বৃদ্ধা বণিতা জনে জনে
শব্দহীন আওয়াজ মনে মনে
রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রণায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর
ক জন বুঝে চঞ্চল চোখ কি খুঁজে
কি পাচ্ছে
আর কি হারাচ্ছে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২০/০১/২০১৫ভাল লাগা রেখে গেলাম কবি ।
-
অ ২০/০১/২০১৫কবিতা কিন্তু চমৎকার হয়েছে ।
-
রাফি বিন শাহাদৎ ২০/০১/২০১৫ভাল লাগলো
-
সুব্রত দাশ আপন ২০/০১/২০১৫রোবট মানুষ যান্ত্রিক যন্ত্রনায় অস্থির
বেচেঁ থাকা যেনো শুন্যের উপর।
বেশ লাগলো কবিতার লাইন দুটি। তবে হা বেশ ভালো লাগলো। -
ফিরোজ মানিক ২০/০১/২০১৫বেঁচে থাকে মানুষ কর্মের মাঝে, আপনিও বেঁচে থাকবেন আপনার এই অসাধারণ কবিমানসের মধ্যে দিয়ে।
-
রক্তিম ২০/০১/২০১৫অনেকটা অধরা রয়ে গেল ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫তিনটা কি আসলেই এখনো প্রকাশ হয়েছে.............? নাকি প্রকাশ করে দিবো....? মজা করলাম।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫আমার ৩টা কবিতা প্রকাশের জন্য আমি আনন্দিত।
বস কে সহস্র সালাম সবাই কে নতুন বছরের শুভেচ্ছা ......। -
সবুজ আহমেদ কক্স ১৮/০১/২০১৫i want motamot i want friends