কবিতা আদম মন দিশেহারা
আদম মন দিশেহারা
সবুজ আহমেদ
যান্ত্রিক শহুরে আমি এক বুক যন্ত্রণায় বেচেঁ থাকা
অবুঝ যুবক মানুষের মাঝে অমানুষ
চোখে দ্যাখাটা বলতে মানা
মুখ খোলে যাবে না বলা
কোনটা আসল
কোনটা নকল
সবই সয়ে সয়ে যাওয়া
গন্তব্যেই আছি ইস্টেশনে কেনো যাবো
তবু ইস্টেশনে যেতে চাই কি যেনো খুজেঁ বেড়াই
কখনো পাওয়া হয়ে উঠে না সে ই না পাওয়া
আসলে আদম মন দিশেহারা শুধুই ছুটে চলে
নদী যেমন ছুটে দিক হারিয়ে
গন্তব্য থেকেও গন্তব্যের খুজেঁ
সবুজ আহমেদ
যান্ত্রিক শহুরে আমি এক বুক যন্ত্রণায় বেচেঁ থাকা
অবুঝ যুবক মানুষের মাঝে অমানুষ
চোখে দ্যাখাটা বলতে মানা
মুখ খোলে যাবে না বলা
কোনটা আসল
কোনটা নকল
সবই সয়ে সয়ে যাওয়া
গন্তব্যেই আছি ইস্টেশনে কেনো যাবো
তবু ইস্টেশনে যেতে চাই কি যেনো খুজেঁ বেড়াই
কখনো পাওয়া হয়ে উঠে না সে ই না পাওয়া
আসলে আদম মন দিশেহারা শুধুই ছুটে চলে
নদী যেমন ছুটে দিক হারিয়ে
গন্তব্য থেকেও গন্তব্যের খুজেঁ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২২/০১/২০১৫সুন্দর লেখনি , ধন্যবাদ
-
রাফি বিন শাহাদৎ ১৮/০১/২০১৫ভাল লিখেছেন
-
সুব্রত দাশ আপন ১৮/০১/২০১৫আমার বেশ ভালো লাগল।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০১/২০১৫কবি আবু সাহেদ সরকার ধন্যবাদ
মতামতের জন্য -
আবু সাহেদ সরকার ১৮/০১/২০১৫স্বাগতম আসরে। বেশ ভালো হয়েছে লেখাটা। বানানগুলোর দিকে লক্ষ্য রাখুন, আরও ভালো লাগবে। ধন্যবাদ।
-
স্বপন রোজারিও(১) ১৮/০১/২০১৫ভাল হয়েছে। মানুষের মন খুঁজে ফেরে গন্তব্য।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/০১/২০১৫প্রথম লেখা। প্রকাশ করে দিলাম। বানানের দিকে নজর দিতে হবে। আসরে আপনাকে সুস্বাগতম। চালিয়ে যান। ভালো থাকবেন।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫ami notun so i want friendship r u brother n sister ..
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫i want love, friendship n motamot