শূন্য অনুভূতি
খুব চাইছি কেউ পাশে থাক,
কারও ভালোবাসা জড়িয়ে রাখুক
অলস দুপুরে খুঁনসুটি হয়ে,
কিংবা স্নিগ্ধ বিকেলে মুখোমুখি
চায়ের চুমুকে।
কেউ পাশে থাক,
হাতে হাত রেখে জ্যোৎস্না দেখার রাতে
অসময়ে বৃষ্টিতে ভেজায় বকুনি দিতে।
কেউ পাশে থাক,
আমার বাচালপনার মুগ্ধ শ্রোতা হয়ে,
কিংবা সম্ভাষনহীন ভালোবাসায়
আমায় আমৃত্যু জড়িয়ে রাখতে।
কারও ভালোবাসা জড়িয়ে রাখুক
অলস দুপুরে খুঁনসুটি হয়ে,
কিংবা স্নিগ্ধ বিকেলে মুখোমুখি
চায়ের চুমুকে।
কেউ পাশে থাক,
হাতে হাত রেখে জ্যোৎস্না দেখার রাতে
অসময়ে বৃষ্টিতে ভেজায় বকুনি দিতে।
কেউ পাশে থাক,
আমার বাচালপনার মুগ্ধ শ্রোতা হয়ে,
কিংবা সম্ভাষনহীন ভালোবাসায়
আমায় আমৃত্যু জড়িয়ে রাখতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজরিন নাহার (রিয়া) ০৩/১২/২০১৮
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০৩/২০১৭শুধু ভাল কিংবা দারুণ বললে যে ভূল হবে বন্ধু।।
বর্ণনাতীত ভাল একটা থিমের কম্পোজিশন
আর সরল পোয়েটিক ডিকশনের এক অনন্য
সম্ভার কবিতাখানি।।
দারুণ মুগ্ধ করেছো আমায় বন্ধু।।
চালিয়ে যাও, কারণ তুমি পারবে!!
তোমার ভেতরের লুকায়িত সত্ত্বা বেরিয়ে
আসবে, প্রকাশ পাবে।
ধন্যবাদ -
রেজওয়ান উল হক জীবন ২৩/১২/২০১৬Nice
-
শমসের শেখ ২৩/১২/২০১৬নামকরণ ও কবিতায় যথেষ্ট মিল হয়েছে ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/১২/২০১৬বেশ ভালো।
-
সোলাইমান ২৩/১২/২০১৬অসাধারণ কবিতা।
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ২২/১২/২০১৬'সুন্দর অনুভূতি' । আমি নাম দিলাম আপনার কবিতার । রাগ না করে মার্জনা করবেন । সত্যিই 'খুব চাইছি কেউ পাশে থাক' । শুভেচ্ছা ও শুভকামনা ।
-
আমি-তারেক ২২/১২/২০১৬valo expression...
শুন্য তাই অনুভুতিরা...