www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্য অনুভূতি

খুব চাইছি কেউ পাশে থাক,
কারও ভালোবাসা জড়িয়ে রাখুক
অলস দুপুরে খুঁনসুটি হয়ে,
কিংবা স্নিগ্ধ বিকেলে মুখোমুখি
চায়ের চুমুকে।
কেউ পাশে থাক,
হাতে হাত রেখে জ্যোৎস্না দেখার রাতে
অসময়ে বৃষ্টিতে ভেজায় বকুনি দিতে।
কেউ পাশে থাক,
আমার বাচালপনার মুগ্ধ শ্রোতা হয়ে,
কিংবা সম্ভাষনহীন ভালোবাসায়
আমায় আমৃত্যু জড়িয়ে রাখতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • থাকে না তো কেউ,
    শুন্য তাই অনুভুতিরা...
  • শুধু ভাল কিংবা দারুণ বললে যে ভূল হবে বন্ধু।।

    বর্ণনাতীত ভাল একটা থিমের কম্পোজিশন
    আর সরল পোয়েটিক ডিকশনের এক অনন্য
    সম্ভার কবিতাখানি।।

    দারুণ মুগ্ধ করেছো আমায় বন্ধু।।
    চালিয়ে যাও, কারণ তুমি পারবে!!
    তোমার ভেতরের লুকায়িত সত্ত্বা বেরিয়ে
    আসবে, প্রকাশ পাবে।

    ধন্যবাদ
  • Nice
  • শমসের শেখ ২৩/১২/২০১৬
    নামকরণ ও কবিতায় যথেষ্ট মিল হয়েছে ।
  • বেশ ভালো।
  • সোলাইমান ২৩/১২/২০১৬
    অসাধারণ কবিতা।
  • 'সুন্দর অনুভূতি' । আমি নাম দিলাম আপনার কবিতার । রাগ না করে মার্জনা করবেন । সত্যিই 'খুব চাইছি কেউ পাশে থাক' । শুভেচ্ছা ও শুভকামনা ।
    • সাবিরা শাওন ২২/১২/২০১৬
      নাহ রাগ করা হলো না।...সত্যি ই নাম টা সুন্দর হয়েছে।...অনেক ধন্যবাদ
  • আমি-তারেক ২২/১২/২০১৬
    valo expression...
 
Quantcast