www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শারীরিক পরিসমাপ্তিময় তৃপ্তি

আজ দুপুরে প্রচণ্ড ঝড়ো হাওয়া এসে গাঁয়ে লাগল,
শীতের দুপুরে এমন ঝড়ো হাওয়া বইবার কথা নয়!
সমস্ত শরীর ঝাঁকুনিময় কাঁপুনি দিয়ে উঠল,
শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল!
সবগুলো লোমকূপ দিয়ে প্রচণ্ড বেগে শীতল স্রোত বয়ে যেতে লাগল।
অনুভব করতে থাকলাম তীব্র মানসিক কামনা,
সুতীব্র ভালোবাসা থেকে যে কামনার সৃষ্টি।
উত্তপ্ত হতে থাকল শরীরের সমস্ত কোষ।
ইচ্ছে হল,সমস্ত কামনার লবণাক্ত অমৃত ঢেলে দেই তোমার গরম যোনিতে,
যোনিপথ দিয়ে সেই উত্তপ্ত অমৃত প্রবেশ করুক তার কাঙ্খিত লক্ষ্যে।
তোমার চোখে দেখতে ইচ্ছে হচ্ছিল পরম তৃপ্তিময় আবেশ,
প্রচণ্ড মানসিক ভালবাসা থেকে শারীরিক পরিসমাপ্তিতে যে তৃপ্তি।
শীতের দুপুর,প্রচণ্ড ঝড়ো হাওয়া,তীব্র মানসিক কামনা,উত্তপ্ত লবণাক্ত অমৃত,সুতীব্র মানসিক ভালবাসা,শারীরিক পরিসমাপ্তিময় তৃপ্তি,,,,,,,,,,,,,,
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০৯/০৮/২০১৭
    খুব সুন্দর
  • অসাধারণ
 
Quantcast