ভালোবাসি অনিবার
তোমাকেই ভালোবেসেছি,
সবসময় অনিবার।
সময় থমকে গেছে,
দৃষ্টিশক্তি হারিয়ে গেছে,
শরীর নুইয়ে পড়েছে,
মাথা তুলে তাকানোর আর সাধ্য নেই,
কথা বলার শক্তি হারিয়েছি অনেকদিন হল,
চিন্তা শক্তির বিলোপ ঘটেছে,
তবুও ভালোবেসেছি অনিবার।
তবুও ভালোবাসি অনিবার।
ঝিম ধরে বসে থাকি দীর্ঘ সময়,
জীবনের পাওয়া না পাওয়ার হিসেব মিলাই,
ব্যর্থতাগুলো ফিরে আসে বার বার,
তবু মনের কোণে হঠাৎ উজ্জ্বল হয়
অনুজ্জ্বল অপ্রশস্ত আলোকরশ্মি,
তোমাকেই যে ভালোবাসি অনিবার।
চিন্তাগুলো বলিরেখা হয়ে স্থান নিয়েছে কপালে,
মনের গভীরে লুকিয়ে থাকা ব্যথাগুলো
জমা হয়েছে অস্থিসন্ধিতে,
স্বাভাবিক শ্বাসের শব্দ,গতি ও তীব্রতা
বৃদ্ধি পেয়েছে,
তবুও সজোরে শ্বাস নিয়ে,দুর্নিবার কষ্টে
কাঁধ উচিয়ে ঘোলা চোখে তাকাই তোমার দিকে,
কম্পিত ঠোঁটে শব্দহীন উচ্চারণে বারংবার বলি
তোমাকেই ভালোবেসেছি .......
তোমাকেই ভালোবাসি অনিবার............
সবসময় অনিবার।
সময় থমকে গেছে,
দৃষ্টিশক্তি হারিয়ে গেছে,
শরীর নুইয়ে পড়েছে,
মাথা তুলে তাকানোর আর সাধ্য নেই,
কথা বলার শক্তি হারিয়েছি অনেকদিন হল,
চিন্তা শক্তির বিলোপ ঘটেছে,
তবুও ভালোবেসেছি অনিবার।
তবুও ভালোবাসি অনিবার।
ঝিম ধরে বসে থাকি দীর্ঘ সময়,
জীবনের পাওয়া না পাওয়ার হিসেব মিলাই,
ব্যর্থতাগুলো ফিরে আসে বার বার,
তবু মনের কোণে হঠাৎ উজ্জ্বল হয়
অনুজ্জ্বল অপ্রশস্ত আলোকরশ্মি,
তোমাকেই যে ভালোবাসি অনিবার।
চিন্তাগুলো বলিরেখা হয়ে স্থান নিয়েছে কপালে,
মনের গভীরে লুকিয়ে থাকা ব্যথাগুলো
জমা হয়েছে অস্থিসন্ধিতে,
স্বাভাবিক শ্বাসের শব্দ,গতি ও তীব্রতা
বৃদ্ধি পেয়েছে,
তবুও সজোরে শ্বাস নিয়ে,দুর্নিবার কষ্টে
কাঁধ উচিয়ে ঘোলা চোখে তাকাই তোমার দিকে,
কম্পিত ঠোঁটে শব্দহীন উচ্চারণে বারংবার বলি
তোমাকেই ভালোবেসেছি .......
তোমাকেই ভালোবাসি অনিবার............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৭সম্মানিত সাদ জাহিদ,
দারুন লিখেছেন।শুভকামনা রইল। -
মো: মাসুদুর রহমান ২৫/০৭/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ২৫/০৭/২০১৭খুব সুন্দর