রাজটিকা মরণ
পথধূলি দৃষ্টিরেখে ভাবো মন
কোন পথে স্পর্শছোঁয়া লাগে ক্ষণ
রুদ্র ছায়া বৃষ্টি ঝরা শ্রাবণ
মন ভাঙ্গার উড়ছে ধূলি
এতো স্বার্থপর অহমিকায়
সাজাও শুধু দেহ রঙ্গ পলি;
দেহ ভজন মিশে যাবে
দেখো পায়ের নিচে মাটি
ভয়ে কাপো মশা কামরালে
ধরবে ডেঙ্গু- ম্যালেরিয়া
মরা দেহে কামরাবে কি
ভাবে না রে মন- কপালে
সীলমারা শুধু রাজটিকা মরণ।
১২-০২-২৫
কোন পথে স্পর্শছোঁয়া লাগে ক্ষণ
রুদ্র ছায়া বৃষ্টি ঝরা শ্রাবণ
মন ভাঙ্গার উড়ছে ধূলি
এতো স্বার্থপর অহমিকায়
সাজাও শুধু দেহ রঙ্গ পলি;
দেহ ভজন মিশে যাবে
দেখো পায়ের নিচে মাটি
ভয়ে কাপো মশা কামরালে
ধরবে ডেঙ্গু- ম্যালেরিয়া
মরা দেহে কামরাবে কি
ভাবে না রে মন- কপালে
সীলমারা শুধু রাজটিকা মরণ।
১২-০২-২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০২/২০২৫দারুণ লেখা একটা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০২/২০২৫দারুণ
-
মোঃ সোহেল মাহমুদ ১৩/০২/২০২৫অসাধারন।
-
ফয়জুল মহী ১২/০২/২০২৫চমৎকার ভাবনার প্রতিফলন ঘটেছে আপনার লেখায় প্রিয় শুভাকাঙ্ক্ষী কবি।