মায়ের আদর
আকাশের সাদা মেঘগুলো
জানিয়ে দিচ্ছে- মা আসছে!
বাতাসের উৎসব রাস্তায় রাস্তায়
মুখরিত কোকিল কণ্ঠি স্লোগান-
মায়ের আদর ভালবাাসায় সিক্ত
ভিজে যাচ্ছে বৃষ্টির ক্রন্দন-
ভরে উঠছে মায়ের আসন;
মাগো তুমি যে আমার জান্নাত স্বপ্ন
এভাবেই জেগে উঠুক দেশমাটির
মাতৃত্বের স্নেহ কুঞ্জ মায়ের আদর।
১১/০১/২৫
জানিয়ে দিচ্ছে- মা আসছে!
বাতাসের উৎসব রাস্তায় রাস্তায়
মুখরিত কোকিল কণ্ঠি স্লোগান-
মায়ের আদর ভালবাাসায় সিক্ত
ভিজে যাচ্ছে বৃষ্টির ক্রন্দন-
ভরে উঠছে মায়ের আসন;
মাগো তুমি যে আমার জান্নাত স্বপ্ন
এভাবেই জেগে উঠুক দেশমাটির
মাতৃত্বের স্নেহ কুঞ্জ মায়ের আদর।
১১/০১/২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০১/২০২৫অনবদ্য
-
শ.ম. শহীদ ১৩/০১/২০২৫সুদক্ষ নির্মাণ!
শুভেচ্ছা ও শুভ কামনা। -
ফয়জুল মহী ১৩/০১/২০২৫অনেক সুন্দর উপস্থাপনা, বেশ ভালো লাগলো।
-
আমি-তারেক ১২/০১/২০২৫বাহ বেশ সুন্দর লেখা