আপন
আমি চাঁদ দেখি রোজ রোজ
অথচ চাঁদকে ছুঁইতে পারি না-
ছায়া হেঁটে যায় কষ্ট বাসর
তবু চাঁদের কায়া ভারি লাগে না
বেদনাগুলো এখন খুবি মিষ্টি-
মধু কে, চিনি কে হারমানায়;
তৎপর চাঁদ আপনা হলো না-
অচিনা সাগরেই শুধু ভাসছি-
সেকেন্ডের পারাপর ঘুরছি!
তবু কষ্টের মুখ মাটিই আপন।
০৫-১-২৫
অথচ চাঁদকে ছুঁইতে পারি না-
ছায়া হেঁটে যায় কষ্ট বাসর
তবু চাঁদের কায়া ভারি লাগে না
বেদনাগুলো এখন খুবি মিষ্টি-
মধু কে, চিনি কে হারমানায়;
তৎপর চাঁদ আপনা হলো না-
অচিনা সাগরেই শুধু ভাসছি-
সেকেন্ডের পারাপর ঘুরছি!
তবু কষ্টের মুখ মাটিই আপন।
০৫-১-২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০১/২০২৫বেশ সুন্দর ভাবনা
-
আমি-তারেক ০৬/০১/২০২৫বাহ বেশ সুন্দর ভাব্না
-
ফয়জুল মহী ০৬/০১/২০২৫ভীষণ সুন্দর লেখাটা।
ভালো লাগা অপরিসীম। -
মোঃ সোহেল মাহমুদ ০৬/০১/২০২৫অনেক সুন্দর লিখেছেন। শুভকামনা।