বাবা হারানোর দিন
আজ আমার বাবা হারানোরদিন
বাবা বলে ডাকি না ৩৬৫দিন;
এভাবেই যাবে যুগের উপর যুগ
একদিন আমিও হবো ওদের মুখে
বাবা হারানোরদিন- স্মৃতির গহীনে
নৈঃশব্দের কান্নামাখা বেদনা
ফুলে উঠে, সাগরকেও হারমানায়;
তবু হারিয়েছি বাবা মাকে- নিয়মের শুধু
বেড়াজাল, স্বার্থকতার ফুলের গন্ধ নেই
আমিও হতো পাবো কি জানি না-
জান্নাত বাগিচায় ঘুমিয়ে থাকো
তৎপর আজ বাবা হারানোর দিন।
১৯-১২-২৪
বাবা বলে ডাকি না ৩৬৫দিন;
এভাবেই যাবে যুগের উপর যুগ
একদিন আমিও হবো ওদের মুখে
বাবা হারানোরদিন- স্মৃতির গহীনে
নৈঃশব্দের কান্নামাখা বেদনা
ফুলে উঠে, সাগরকেও হারমানায়;
তবু হারিয়েছি বাবা মাকে- নিয়মের শুধু
বেড়াজাল, স্বার্থকতার ফুলের গন্ধ নেই
আমিও হতো পাবো কি জানি না-
জান্নাত বাগিচায় ঘুমিয়ে থাকো
তৎপর আজ বাবা হারানোর দিন।
১৯-১২-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/১২/২০২৪সুন্দর একটি লেখা কবি,,,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১২/২০২৪অনবদ্য