পথ কতদূর
শুন কোন দিকে যাই-
শুধু আঁধার দেখে চোখ;
সরিষা ফুলের বাহারে
মাঠ আর হলুদে হয় না!
কষ্টের কুয়াশা চারপাশ
কি আফসোস পারি না
উষ্ণ দিতে; বলো কোন
দিকে যাই-ফিরেও আসে
না, না ফেরার পথ কতদূর
নির্দয়, নিঠুর- ঐ যে মুর।
শুধু আঁধার দেখে চোখ;
সরিষা ফুলের বাহারে
মাঠ আর হলুদে হয় না!
কষ্টের কুয়াশা চারপাশ
কি আফসোস পারি না
উষ্ণ দিতে; বলো কোন
দিকে যাই-ফিরেও আসে
না, না ফেরার পথ কতদূর
নির্দয়, নিঠুর- ঐ যে মুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৮/১২/২০২৪Sundor shironam
-
কামরুজ্জামান সাদ ১৭/১২/২০২৪ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/১২/২০২৪বেশ ভাল
-
মোঃ সোহেল মাহমুদ ১৬/১২/২০২৪সুন্দর প্রকৃতির দর্শন ।
-
ফয়জুল মহী ১৫/১২/২০২৪চমৎকার । ভীষণ ভাল লাগল।