কমল হতে চাই
বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শিশু যুবক বৃদ্ধ ফুল আর ফল
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু নাম নয় চিরবিশ্বময়, কমল মুখে
বেজে উঠেছে স্বাধীনতার বিজয় গান-
কণ্ঠধ্বনি বিপ্লব সংহতি শব্দ আওয়াজ
দেখো দেখো স্রোত বইছে খাল খনন-
দেখো বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন তোমারী
নামের পটে কমল অমরত্বের ঘ্রাণ;
বলো সবাই বলো আমি কমল হতে চাই।
৭-১১-২৪
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শিশু যুবক বৃদ্ধ ফুল আর ফল
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু নাম নয় চিরবিশ্বময়, কমল মুখে
বেজে উঠেছে স্বাধীনতার বিজয় গান-
কণ্ঠধ্বনি বিপ্লব সংহতি শব্দ আওয়াজ
দেখো দেখো স্রোত বইছে খাল খনন-
দেখো বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন তোমারী
নামের পটে কমল অমরত্বের ঘ্রাণ;
বলো সবাই বলো আমি কমল হতে চাই।
৭-১১-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১২/১১/২০২৪অসামান্য!
-
ফয়জুল মহী ১০/১১/২০২৪Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১১/২০২৪মুগ্ধ আমি মুগ্ধ হে
কবির কাব্যের জন্য হে।। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১১/২০২৪বেশ