খন্ড রাত
প্রেমের গাছে গাছে এখন রঙিন সুবাস-
ছুঁয়ে নেয় মন বাতাস,উড়ে যাই শূন্য আকাশ!
শত তারায় তারায় খুঁজে কেউ?
দক্ষিণ হাওয়া, ঝলসে গেলো কিছু
এই পূর্ণিমায় শুধু এতটুকু পাওয়া-
কষ্ট রঙিন প্রেমের চাঁদ ! দোসর হলো
ঝলমল জোনাকি কিংবা খন্ড রাত;
তেমনী থাকলো প্রেমের গাছ!
পাই না আর গন্ধ বার মাস-
লালন হয় বেদনাসিক্ত তরুলতার লাশ।
২১-১০-২৪
ছুঁয়ে নেয় মন বাতাস,উড়ে যাই শূন্য আকাশ!
শত তারায় তারায় খুঁজে কেউ?
দক্ষিণ হাওয়া, ঝলসে গেলো কিছু
এই পূর্ণিমায় শুধু এতটুকু পাওয়া-
কষ্ট রঙিন প্রেমের চাঁদ ! দোসর হলো
ঝলমল জোনাকি কিংবা খন্ড রাত;
তেমনী থাকলো প্রেমের গাছ!
পাই না আর গন্ধ বার মাস-
লালন হয় বেদনাসিক্ত তরুলতার লাশ।
২১-১০-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৫/১০/২০২৪অসাধারণ!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১০/২০২৪সুন্দর বার্তা
-
ফয়জুল মহী ২১/১০/২০২৪ভালো লাগলো কবি ভাই।
সুন্দর উপস্থাপন। শুভ কামনা।