মাটির উদাস
এক মুঠো স্মৃতিগুলো
চোখের শ্রাবণে বৃষ্টি-
মেঠো পথের মুঠো মুঠো
ধূলি কিংবা অনাদৃষ্টি;
এই আছি এই নাই কৃষ্টি
এঁকো না বৃষ্টির জল ছবি;
শুধুই আমি অপরিচিত মানুষ
কোন কথাছিল না- ছিল না
গোল্লাছুট খেলার ছোঁয়া!
তবু হয়ে যাবো নৈঃশব্দে ঘেরা
পরিচিত ক্ষীণ মানুষ।।
কিছুদিন পরে রঙিন আকাশ
ভুলা যাওয়া গন্ধ বাতাস
ঐখানে আমি কেউ মাটির উদাস
কিছু যায় আসে না
মেঘ বাউড় খেলার তাস।।
চোখের শ্রাবণে বৃষ্টি-
মেঠো পথের মুঠো মুঠো
ধূলি কিংবা অনাদৃষ্টি;
এই আছি এই নাই কৃষ্টি
এঁকো না বৃষ্টির জল ছবি;
শুধুই আমি অপরিচিত মানুষ
কোন কথাছিল না- ছিল না
গোল্লাছুট খেলার ছোঁয়া!
তবু হয়ে যাবো নৈঃশব্দে ঘেরা
পরিচিত ক্ষীণ মানুষ।।
কিছুদিন পরে রঙিন আকাশ
ভুলা যাওয়া গন্ধ বাতাস
ঐখানে আমি কেউ মাটির উদাস
কিছু যায় আসে না
মেঘ বাউড় খেলার তাস।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৯/২০২৪নাইস পোস্ট ডিয়ার পোয়েট।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৯/২০২৪অসাধারণ লাগল।
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২৪অনন্য ভাবনা পরিবেশন মুগ্ধতা
-
নাসরীন আক্তার রুবি ১৮/০৯/২০২৪চমৎকার হয়েছে