www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার মতো হবে

ওরা কেনো বুঝার চেষ্টা করে না
অবোঝ হলে তো হবে না-
মা বাবার মতো করে চলে যাবো
চাঁদ তারার কাছে, এ আবেগ নয়
চিরসত্য এক বার বুঝার চেষ্টা করো;
এখন হয় তো বুঝতেছো না
বুঝবে একদিন, যখন আমার মতো
বয়স হবে- ঠিক আমার মতো হবে;
কিছু করার থাকবে না আর
মেনে নিয় এটাই নিয়তির খেলা ঘর
মিছে মিছে অহমিকা বিদ্বেষ হয়ে
কি লাভ? ভাল কাজে গড়ে নাও লাভ;
মুছে যাবে অন্যায় যত পাপ।
০৮-০৯-২৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুক্ত হোক পাপ। সুন্দর উপলদ্ধি।
  • পড়ে একটি বোধ সৃষ্টি হলো, ভালো-মন্দ পাপ পুণ্য মানুষ যাই করে না কেন ফলাফল চাঁদ তারাই হতে হবে।।
  • সুন্দর।
  • অনন্যা
  • ফয়জুল মহী ০৮/০৯/২০২৪
    অনন্য অসাধারণ উপস্থাপন। পাঠে মুগ্ধ হলাম।
 
Quantcast