কবি হাফিস
সবুজ বাংলায় কবিতার নিঃশ্বাস
থেমে গেলো ভীষণ কস্ট চাপায়;
যে পথের পথিক সংগ্রামে সাহসি সৈনিক
কবি হাফিস - অম্লান করে গেলে কবি
আমার অনুপ্রেরণার এক ডালা কবিতার ধ্বনি!
তোমার মৃত্যু এভাবে নয়, সমস্ত কবিতা চয়ন
অশ্রু সিক্ত শুধু বাংলায়, পদ্মায়, যমুনায়-
বয়ে আসুক কবি হাফিস কবিতায় কবিতায়
স্মৃতির মনিকোঠায় বেঁচে থাকো অমর কবি-
ঋণী করলে তোমার পথের যাত্রী, কবি হাফিস!
৩০/৮/২৪
থেমে গেলো ভীষণ কস্ট চাপায়;
যে পথের পথিক সংগ্রামে সাহসি সৈনিক
কবি হাফিস - অম্লান করে গেলে কবি
আমার অনুপ্রেরণার এক ডালা কবিতার ধ্বনি!
তোমার মৃত্যু এভাবে নয়, সমস্ত কবিতা চয়ন
অশ্রু সিক্ত শুধু বাংলায়, পদ্মায়, যমুনায়-
বয়ে আসুক কবি হাফিস কবিতায় কবিতায়
স্মৃতির মনিকোঠায় বেঁচে থাকো অমর কবি-
ঋণী করলে তোমার পথের যাত্রী, কবি হাফিস!
৩০/৮/২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৯/১১/২০২৪অসাধারণ।
-
কে. পাল ০৮/০৯/২০২৪Sundor
-
suman ০৪/০৯/২০২৪খুব সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৯/২০২৪খুব সুন্দর
-
ফয়জুল মহী ০১/০৯/২০২৪সুন্দর আবেশ,
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৯/২০২৪সুন্দর প্রকাশ।