স্বাভাবিক নাই মৃত্যু
পাপের সারি এমন হলে
মৃত্যু কে যায় ই না চিনা
তাই তো তোদের মৃত্যু
এভাবেই বিলিয়ে দিবি;
এক বারও ভেবেছিস কি
পাপ, ভাবলি না স্বাভাবিক
ন্যায় অন্যায় হতেই পারে চাপ
সে ভয়ে- এভাবেই হবে মৃত্যু
বলি কি আর শয়তান, না হলে-
এমনি হয়- হয়তিস ভালমন্দের উর্ধ্বে
এভাবেই হতো না আর মৃত্যু!
হতোই শুধু স্বাভাবিক ঘরে;
১২ ভাদ্র ১৪৩১, ২৭ আগস্ট’২৪
মৃত্যু কে যায় ই না চিনা
তাই তো তোদের মৃত্যু
এভাবেই বিলিয়ে দিবি;
এক বারও ভেবেছিস কি
পাপ, ভাবলি না স্বাভাবিক
ন্যায় অন্যায় হতেই পারে চাপ
সে ভয়ে- এভাবেই হবে মৃত্যু
বলি কি আর শয়তান, না হলে-
এমনি হয়- হয়তিস ভালমন্দের উর্ধ্বে
এভাবেই হতো না আর মৃত্যু!
হতোই শুধু স্বাভাবিক ঘরে;
১২ ভাদ্র ১৪৩১, ২৭ আগস্ট’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৮/২০২৪অসাধারণ লিখেছেন কবিদা!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৮/২০২৪নাইস পোস্ট
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২৪মন ছুঁয়ে গেলো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৮/২০২৪ভালো