প্রেম প্রণয়
যে দিন প্রেম নিবেদন করলাম
নীরব চুপ তারপর উত্তল সাগর
এক প্রেম মরা জল যেনো
বুলেটের আঁকা চুমু; ঝাঁঝরা হয়ে গেলো
প্রেমিকের বুক পাঁজার!
কতটা হিংসাছিল একধম জানাছিল না
ভেবেছিলাম সহজেই গ্রহণ করবে
প্রেম নিবেদন অথচ এতটাই স্বৈরাচার-
ঘৃণায় ফুটে না আর ১৮কোটি গোলাপ;
এভাবেই বেঁচে থাক শত প্রেম প্রণয়।
২১-৮-২৪
নীরব চুপ তারপর উত্তল সাগর
এক প্রেম মরা জল যেনো
বুলেটের আঁকা চুমু; ঝাঁঝরা হয়ে গেলো
প্রেমিকের বুক পাঁজার!
কতটা হিংসাছিল একধম জানাছিল না
ভেবেছিলাম সহজেই গ্রহণ করবে
প্রেম নিবেদন অথচ এতটাই স্বৈরাচার-
ঘৃণায় ফুটে না আর ১৮কোটি গোলাপ;
এভাবেই বেঁচে থাক শত প্রেম প্রণয়।
২১-৮-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৫/১২/২০২৪Excellent
-
শ.ম. শহীদ ২২/০৮/২০২৪খুব ভালো
-
কে. পাল ২২/০৮/২০২৪ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৮/২০২৪অসাধারণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৮/২০২৪নাইস