গোয়ালালপুরে
কাল্লে রে- ও কাল্লে রে-
লাল করে পাঠাও গোয়ালালপুরে!
নামের স্বাদ পাগলাও বুঝে
বুঝে না- কাল্লে রে;
মানকে বানর উপর নিচু
লাফা লাফি শুধু করে
তারে পাঠাও গোয়ালালপুরে;
কাল্লে বানর- ধাল্লা বানর
যত সব বানর আছে রে
গোয়ালালপুরে পাঠাও রে!
কাঁচা তেঁতুল মিঠা লাগে
গোয়া ঠাণ্ডা লাগে চালের উপরে
চলো যাই -গোয়ালালপুরে।
২৮ শ্রাবণ ১৪৩১, ১২ আগস্ট’২৪
লাল করে পাঠাও গোয়ালালপুরে!
নামের স্বাদ পাগলাও বুঝে
বুঝে না- কাল্লে রে;
মানকে বানর উপর নিচু
লাফা লাফি শুধু করে
তারে পাঠাও গোয়ালালপুরে;
কাল্লে বানর- ধাল্লা বানর
যত সব বানর আছে রে
গোয়ালালপুরে পাঠাও রে!
কাঁচা তেঁতুল মিঠা লাগে
গোয়া ঠাণ্ডা লাগে চালের উপরে
চলো যাই -গোয়ালালপুরে।
২৮ শ্রাবণ ১৪৩১, ১২ আগস্ট’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৮/২০২৪বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৮/২০২৪বেশ
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২৪খুবই সুন্দর । মুগ্ধতা অপার।